সবচেয়ে দ্রুত সাত হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় আমলা ও কোহলির পরেই পয়েছে এবি ডিভিলিয়ার্স (১৬৬ ইনিংস), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৭৪), ডেসমন্ড হেইন্স (১৮৭), জ্যাক ক্যালিস (১৮৮), সচিন তেন্ডুলকর, ক্রিস গেইল ও মহেন্দ্র সিংহ ধোনি (তিনজনেই ১৮৯ ইনিংসে ৭০০০ রান সংগ্রহ করেছেন)।
2/6
শুধু তাই নয়, দ্রুততম ২০০০, ৩০০০,৪০০০ ও ৫০০০ রান সংগ্রহের রেকর্ডও তাঁর দখলেই রয়েছে।
3/6
উল্লেখ্য, এই প্রোটিয়া ব্যাটসম্যান এর আগে একদিনের ক্রিকেটে দ্রুততম ৬০০০ রান করার ক্ষেত্রেও কোহলির রেকর্ড ভেঙেছিলেন।
4/6
আমলা গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে ২৩ তম রান করে একদিনের ক্রিকেট কেরিয়ারে ৭০০০ রান সম্পূর্ণ করেন।
5/6
আমলা ১৫০ ইনিংস খেলে ৭০০০ রান করেছেন। অন্যদিকে, কোহলি ১৬১ ইনিংস খেলে এই রান সংগ্রহ করেছিলেন।
6/6
নতুন এক রেকর্ডের মালিক হলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। এক্ষেত্রে একদিনের ক্রিকেটে বিরাট কোহলিকে টপকে সবচেয়ে কম ইনিংসে ৭০০০ রান করার কৃতিত্ব অর্জন করলেন আমলা।