এক্সপ্লোর
Advertisement
হিমা তাঁর সেরা ফর্মের কাছাকাছি পৌঁছে গিয়েছেন, বললেন হাই পারফরম্যান্স ডিরেক্টর
স্প্রিন্টার হিমা দাস ইউরোপে গত তিন সপ্তাহে পাঁচটি সোনার পদক জিতেছেন। ভারতীয় অ্যাথলেটিক্সের হাই পারফরম্যান্স ম্যানেজার ভোলকার হেরম্যান মনে করছেন, এই তারকা স্প্রিন্টার নিজের সেরা ফর্মের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।
নয়াদিল্লি: গত ২ জুলাই থেকে ১৯ বছরের হিমা পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে পাঁচটি প্রতিযোগিতায় সোনার পদক জিতেছেন-এরমধ্যে চারটি ২০০ মিটারে এবং একটি চার পছন্দের ৪০০ মিটার ইভেন্টে। হিমাকে তাঁর সময়ের ক্ষেত্রে উন্নতি ঘটাতে দেখা গিয়েছে।
হেরম্যান বলেছেন, হিমা সঠিক দিশাকেই এগোচ্ছেন। ৪০০ মিটারে ৫০ সেকেন্ডের কমে দৌড়তে পারলে ২০০ মিটারেও ২২.৮০ সেকেন্ডে দৌড় সম্ভব। হিমা ওই সময়ের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। প্রথমে ২০০ মিটার দিয়ে শুরু করে কেন পরে হিমা গত ২০ জুলাই ৪০০ মিটার প্রতিযোগিতায় অংশ নেন, সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এ কথা বলেছেন হেরম্যান। ৪০০ মিটারে তিনি সময় নিয়েছিলেন ৫২.০৯ সেকেন্ড।
হিমা এখনও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ বা ৪০০ মিটারে যোগ্যতা অর্জন করতে পারেননি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দোহাতে বিশ্ব চ্যাম্পিয়নশপ অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় যোগত্যা নির্ণায়ক ২৩.০২ এবং ৫১.৮০।
গত সপ্তাহে ৪০০ মিটারে নিজের জাতীয় রেকর্ড ভেঙে ভারতের পুরুষ স্প্রিন্টার মহম্মদ আনাস ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
গত ১ জুলাই দায়িত্ব গ্রহণ করেছেন হেরম্যান। তিনি বলেছেন, আনাস নিজের রেকর্ড ভেঙেছেন এবং তা খুবই আশাব্যঞ্জক।
এর আগে নিজের দেশ জার্মানি ও সিঙ্গাপুরেও একই ধরনের দায়িত্ব সামলেছেন হেরম্যান। তিনি বলেছেন, এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটু দেরীতে হচ্ছে। সেজন্য সারা বিশ্বের অ্যাথলিটরা সেই অনুসারে তাঁদের অনুশীলনে পরিবর্তন ঘটাচ্ছেন। ভারতীয়রাও সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়ার কাজ করছেন।
হেরম্যান বলেছেন, আগামী বছরের টোকিও অলিম্পিক্সের জন্য ২৫ থেকে ৩০ জন ভারতীয় অ্যাথলিট যোগ্যতা অর্জন করতে পারেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement