Asia Cup: তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, কীভাবে এশিয়া কাপে ফাইনালে যেতে পারে ভারত?
Asia Cup 2022: আজ আফগানিস্তান খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে যে কোনওভবে রশিদ খানদের জিততেই হবে। কারণ পাকিস্তান ভারতকে হারিয়ে দিয়েছে আগেই।
![Asia Cup: তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, কীভাবে এশিয়া কাপে ফাইনালে যেতে পারে ভারত? How india can quality for asia cup final get to know Asia Cup: তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, কীভাবে এশিয়া কাপে ফাইনালে যেতে পারে ভারত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/07/926bc54b2e83bce15aea68a944dc34f01662520080424206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল সুপার ফোরের ম্যাচে হেরে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে কার্যত বিদায় নিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। পাকিস্তানের পর শ্রীলঙ্কা (Srilanka)। টানা ২টো হার। রান রেটও তলানিতে। তবে এখনও কিছু সম্ভাবনা তত্ত্বের বিচারে টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার (Team India)। এমনকী ফাইনালেও চলে যেতে পারে রোহিত বাহনী। তবে তার জন্য অন্য় দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
কীভাবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
১. আজ আফগানিস্তান খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে যে কোনওভবে রশিদ খানদের জিততেই হবে। কারণ পাকিস্তান ভারতকে হারিয়ে দিয়েছে আগেই।
২. ভারত আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচ শুধু জিতলেই হবে না, রোহিতদের বিশাল বড় ব্যবধানে জিততে হবে এই ম্যাচ।
৫. ম্যাচ জেতার সঙ্গে রান রেটের দিকেও লক্ষ্য রাখতে হবে। রাহুল দ্রাবিড়ের দলকে অবশ্যই আফগানদের থেকে রান রেটে অনেকটা এগিয়ে থাকতে হবে। ফাইনালে ওঠার এটাও একটা শর্ত।
মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)