Mohammed Shami Update: ''শর্ট বল খেলতে কোনোদিনই ভয় পাইনি'', লর্ডসে অর্ধশতরানের স্মৃতিচারনায় শামি
Mohammed Shami Update: ৪২ রানে ব্যাটিং করছিলেন তিনি। মঈন আলি বোলিং আক্রমণে আসতেই শামি (mohammed shami) বোধহয় ভেবেছিলেন ক্রিকেটের মক্কায় অর্ধশতরান করলে তা একটু অন্যরকমভাবেই করা উচিত।
মুম্বই: গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে লর্ডসে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন মহম্মদ শামি (mohammed shami)। ৪২ রানে ব্যাটিং করছিলেন তিনি। মঈন আলি বোলিং আক্রমণে আসতেই শামি বোধহয় ভেবেছিলেন ক্রিকেটের মক্কায় অর্ধশতরান করলে তা একটু অন্যরকমভাবেই করা উচিত। তাই প্রথমে বাউন্ডারি ও পরে পেল্লাই ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন তারকা পেসার। এরপর হেলমেট খুলে সেলিব্রেশন। ডাগ আউটে তখন বিরাট, রাহানেরা সবাই হাততালি দিচ্ছেন। সমীহ আদায় করে নিয়েছিলেন প্রতিপক্ষ ক্রিকেটারদেরও। কিন্তু ইংল্যান্ডের এমন বাউন্সি পিচে শর্ট বলের বিরুদ্ধে খেলতে অস্বস্থি বোধ হয়নি?
এক সাক্ষাৎকারে শামি বলছেন, ''জানি না মানুষ কী ভাবে আমাকে নিয়ে। কিন্তু আমি কোনােদিনই শর্ট বল খেলতে ভয় পেতাম না। আমি সবসময়ই আমার ব্যাটিং উপভোগ করি। যখনই সুযোগ পাই চেষ্টা করি যাতে দলের জন্য় যোগদান দিতে পারি কিছু ব্য়াটিংয়ে। আমি যদি শর্ট বল খেলতে ভয় পেতাম, তবে কোনোভাবেই লর্ডসে ওই অর্ধশতরানের ইনিংস খেলতে পারতাম না।'' উল্লেখ্য, সেই ম্যাচে জশপ্রীত বুমরার সঙ্গে ৮৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি।
মহম্মদ শামি টেস্টে তাঁর কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। এর আগে ২০১৪ সালে নটিংহ্যামে ৫১ রানের ইনিংস খেলেছিলেন শামি। সেই ম্যাচে ভারত ড্র করে ম্যাচ।
কোচ হিসেবে রবি শাস্ত্রীর প্রশংসা করে শামি বলেন, ''রবি ভাই যেভাবে কমেন্ট্রি বক্সে কথা বলতেন, সেভাবেই দলেও আমাদের পেপ টক দিতেন। সবসময় আমাদের গাইড করতেন। কখনো ওঁনার কথায়, ওঁনার ব্যবহারে কোনো নেতিবাচক কিছু দেখতে পাইনি আমি।'' উল্লেখ্য, শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২ বার টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। ২ বারই দলের অংশ ছিলেন শামি। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলার এই পেসারকে।