এক্সপ্লোর
Advertisement
১৯ বছর বয়সে শুভমান গিলের প্রতিভার ১০ শতাংশও আমার ছিল না, বলছেন বিরাট কোহলি
মাউন্ট মাউনগানুই: ভারতীয় ক্রিকেট দলের তরুণ সদস্য শুভমান গিলকে বড় শংসাপত্র দিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে কয়েকজন অসামান্য প্রতিভাবান আসছে। পৃথ্বী শ যে সুযোগ পেয়েছে সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে। শুভমানও অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। আমি ওকে নেটে ব্যাট করতে দেখেছি। আমি অভিভূত হয়ে গিয়েছি। আমার যখন ১৯ বছর বয়স ছিল, তখন ওর ১০ শতাংশও ছিলাম না।’
বিরাট আরও বলেছেন, ‘তরুণ ক্রিকেটাররা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে ভাল। তরুণরা যদি খেলার মান বাড়াতে পারে এবং দলে সুযোগ পেয়েই দারুণ পারফরম্যান্স দেখায়, তাহলে আমি ওদের সুযোগ দেব।’
বিরাটের মতোই শুভমানও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪১৮ রান করেন এই তরুণ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চলতি সংক্ষিপ্ত ওভারের সিরিজের দলে সুযোগ পেয়েছেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement