এক্সপ্লোর
তোমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব, আফ্রিদির কটাক্ষের জবাবে আক্রমণাত্মক গম্ভীর
সদ্যপ্রকাশিত আত্মজীবনী 'গেম চেঞ্জার'-এ গম্ভীরকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন আফ্রিদি। লিখেছেন, গম্ভীরের কোনও ক্রিকেটীয় রেকর্ড না থাকা সত্ত্বেও প্রচুর অহঙ্কার। তীব্র কটাক্ষের সুরে আফ্রিদি আরও লিখেছেন যে, ডন ব্র্যাডম্যান আর জেমস বন্ডের চরিত্রের সংমিশ্রণ গম্ভীর
নয়াদিল্লি: শাহিদ আফ্রিদির বিরুদ্ধে এবার স্টেপ আউট করলেন গৌতম গম্ভীর! জানালেন, পাকিস্তানের ক্রিকেটারকে তিনি নিজে সঙ্গে করে নিয়ে যেতে চান মনোরোগ বিশেষজ্ঞের কাছে।
সদ্যপ্রকাশিত আত্মজীবনী 'গেম চেঞ্জার'-এ গম্ভীরকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন আফ্রিদি। লিখেছেন, গম্ভীরের কোনও ক্রিকেটীয় রেকর্ড না থাকা সত্ত্বেও প্রচুর অহঙ্কার। তীব্র কটাক্ষের সুরে আফ্রিদি আরও লিখেছেন যে, ডন ব্র্যাডম্যান আর জেমস বন্ডের চরিত্রের সংমিশ্রণ গম্ভীর।
যা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন সদ্য রাজনীতির মঞ্চে পা রাখা গম্ভীর। আফ্রিদিকে জবাব দেওয়ার জন্য ভারতের জাতীয় দলের প্রাক্তন ওপেনার বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। আফ্রিদির উদ্দেশে গম্ভীর টুইট করেছেন, 'তুমি লোক হাসাচ্ছো। তবে বলে রাখি, চিকিৎসার জন্য আমরা এখনও ভিসা মঞ্জুর করছি। আমি তোমাকে নিজে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব।'
আফ্রিদি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, 'আমি ইতিবাচক মানসিকতার লোকজন পছন্দ করি। সে যতই আগ্রাসী বা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক না কেন, ইতিবাচক হতেই হবে। যেটা গম্ভীর নয়।' পাক অলরাউন্ডার কানপুরের একটি ওয়ান ডে ম্যাচের কথা উল্লেখ করেছেন, যেখানে তাঁর ও গম্ভীরের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিল। যদিও আফ্রিদি সেটিকে ভুলবশত এশিয়া কাপের ম্যাচ বলে উল্লেখ করেছেন। আফ্রিদি লিখেছেন, '২০০৭ সালের ওই ম্যাচে রান নেওয়ার সময় সোজা আমাকে এসে ধাক্কা মেরেছিল। আম্পায়াররা এসে ব্য়াপারটা না মেটালে আমি হিসাব মিটিয়ে নিতাম। অবশ্যই সেদিন আমাদের মহিলা আত্মীয়দের সম্পর্কে দু-চার কথা হয়েছিল দুজনের মধ্যে।'
গম্ভীরের পাল্টা আক্রমণের পর আফ্রিদি কোনও প্রতিক্রিয়া দেন কি না, সেটাই এখন দেখার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement