(Source: ECI/ABP News/ABP Majha)
WTC 2021 Final: জানেন কাদের হাতে কোহলিদের ফাইনাল পরিচালনার দায়িত্ব?
মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, কারা থাকবেন ১৮ জুন থেকে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে।
দুবাই: মজা করে হলেও, দাবিটা তুলেছিলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। সোশ্যাল মিডিয়ায় আইসিসির কাছে অনুরোধ করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন রিচার্ড কেটেলবরোকে আম্পায়ারিংয়ের দায়িত্ব না দেওয়া হয়। গত এক দশকে ভারত যতগুলি আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্ব থেকে বিদায় নিয়েছে, সবক'টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ইংল্যান্ডের কেটেলবরো।
মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, কারা থাকবেন ১৮ জুন থেকে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে। আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা দেখে খুশি হতে পারেন জাফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেটেলবরো উপস্থিত থাকবেন। তবে ফিল্ড আম্পায়ার হিসেব নয়। তিনি পালন করলেন তৃতীয় আম্পায়ারের ভূমিকা। মাঠে ম্যাচ পরিচালনা করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ। আইসিসির দুই এলিট প্যানেল আম্পায়ারের সঙ্গে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্ব পানল করবেন প্রাক্তন ক্রিকেটার তথা ইংল্যান্ডের বর্তমান দলের তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড।
এদিকে, এবার বিরাট কোহলিদের জন্য জৈব সুরক্ষা বলয়ে সাময়িক ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই সম্ভবত বায়ো বাবলের বদ্ধ পরিবেশ থেকে মুক্তি দেওয়া হবে কোহলিদের। কিছুদিনের জন্য স্বাভাবিক জীবনযাপন করে ফের তাঁরা প্রবেশ করবেন বায়ো বাবলে। তারপর জো রুটদের বিরুদ্ধে সিরিজ খেলবেন কোহলিরা। তবে জৈব সুরক্ষা বলয় থেকে সাময়িক বিরতি নিঃসন্দেহে মানসিক ক্লান্তি দূর করবে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের। শোনা যাচ্ছে, বিরাট কোহলিদের জন্য সেরকমই সাময়িক বিরতির বন্দোবস্ত করা হতে চলেছে ইংল্যান্ডে।
খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি থেকে সাময়িক মুক্তি দেওয়া হতে পারে কোহলিদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে এরকম খবর জানা গিয়েছে।