ICC ODI Rankings: ব়্যাঙ্কিংয়ে চারে পাকিস্তান, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে কত নম্বরে ভারত?
ICC Rankings: ভারতের এর মধ্যে আর ওয়ান ডে সিরিজ বলতে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোকাবিলা। তাই সেই অর্থে ভারতের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করার খুব বেশি সুযোগ আপাতত নেই।
দুবাই: গতকালই জিম্বাবোয়েকে তৃতীয় ওয়ান ডেতে পরাজিত করে তাদের হোয়াইটওয়াশ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সদ্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতেছে পড়শি পাকিস্তান (Pakistan Cricket Team)। এরপরেই আজ মঙ্গলবার আইসিসি নিজেদের ওয়ান ডের দলগত ব়্যাঙ্কিং (ICC ODI Ranking) প্রকাশ করল।
ওয়ান ডেতে ভারতের অবস্থান
নতুন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ভারত-পাকিস্তান উভয় দলই উন্নতি করেছে। পাকিস্তান ১০৭ পয়েন্ট পেয়ে বর্তমানে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে। ভারতেরও পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ১১১। তবে পাকিস্তানের মধ্যে পয়েন্ট বাড়িয়ে শুধু ওপরের দলগুলির সঙ্গে দূরত্বই কমাতে পেরেছে ভারত। ব়্যাঙ্কিংয়ে তাদের স্থানের উন্নতি হয়নি। আগের মতোই বিশ্বক্রিকেটের তৃতীয় সেরা ওয়ান ডে দলই রয়েছে টিম ইন্ডিয়া।
বর্তমানে এই তালিকায় এক ও দুইয়ে রয়েছে যথাক্রমে গতবারের ৫০ ওভারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্য়ান্ড ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ১২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধান জিতেছে। তবে সিরিজে এক ম্যাচ হারায় তাদের এই ক্রমতালিকায় লিড কমে গিয়ে মাত্র পাঁচ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। ইংল্যান্ড ১১৯ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ১০১ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে অস্ট্রেলিয়া। ভারতের এর মধ্যে আর ওয়ান ডে সিরিজ বলতে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোকাবিলা। তাই সেই অর্থে ভারতের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করার খুব বেশি সুযোগ আপাতত নেই।
জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ
শুভমন গিলের সেঞ্চুরির পর পাল্টা শতরান করে ভারতের স্নায়ুর চাপ বাড়িয়ে দিয়েছিলেন সিকন্দর রাজা। একটা সময় তাঁর জন্যই মনে হয়েছিল, ১৬৯/৭ হয়ে যাওয়া জিম্বাবোয়েও ম্যাচ জিততে পারে (Ind vs Zim)। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রাজা। ৯৫ বলে ১১৫ রান করে তিনি ফিরতেই শেষ জিম্বাবোয়ের লড়াই। শার্দুল ঠাকুরের বলে রাজার শট বাউন্ডারি লাইনে দুরন্ত ক্ষিপ্রতায় শরীর ছুড়ে তালুবন্দি করলেন শুভমন। ভারতের ২৮৯ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে অল আউট হয়ে গেল ২৭৬ রানে। ১৩ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ ৩-০ করল ভারত।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় দলের জন্য খারাপ খবর, করোনা আক্রান্ত কোচ রাহুল দ্রাবিড়