এক্সপ্লোর
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট, ব্যবধান কমিয়ে দু’নম্বরে উঠে এলেন স্মিথ
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে বিরাট ছাড়া আছেন শুধু চেতেশ্বর পূজারা।

দুবাই: ৯২২ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের অধিনায়ক স্টিভ স্মিথ। তবে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। এখন তাঁর সঙ্গে বিরাটের পয়েন্টের ব্যবধান মাত্র ৯। বার্মিংহামে চলতি অ্যাশেজের প্রথম ম্যাচের দুই ইনিংসেই শতরান এবং লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৯২ রান করার সুবাদেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্মিথের। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে বিরাট ছাড়া আছেন শুধু চেতেশ্বর পূজারা। এই ডানহাতি ব্যাটসম্যান আছেন চার নম্বরে। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে চার ধাপ উন্নতি করে এখন আট নম্বরে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম ৬ নম্বরে। ৯ নম্বরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করে ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছেন ভারতীয় দলের বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আছেন ১০ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে আছেন জাডেজা। ১১৩ পয়েন্ট নিয়ে ভারতীয় দল শীর্ষে। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। শীর্ষস্থান ধরে রাখতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে হারা চলবে না ভারতের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















