ICC T20 Rankings: আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত, ইংল্যান্ডকে টপকে শিখর দখল
ICC T20 International Rankings: ভারতীয় দল আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে রোহিতের ভারত।
নয়া দিল্লি: রবিবাসরীয় ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করছে ভারত। এই জয়ের ফলে ভারতীয় দল আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে রোহিতের ভারত। এর আগে আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ইংল্যান্ড। তবে সোমবার প্রকাশিত আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছে ভারত।
এর আগে, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে, ভারতীয় দল এই ফরম্যাটে এক নম্বর র্যাঙ্কিং অর্জন করেছিল। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে শীর্ষে নিয়ে গেলেন রোহিত। ছ' বছর পর ফের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শিখর দখল করতে সক্ষম হল ভারত।
#TeamIndia are now No.1 in the ICC Men's T20I Team rankings 🎉🎉 pic.twitter.com/3LeMLGOtD3
— BCCI (@BCCI) February 21, 2022
র্যাঙ্কিংয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান আছে যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছে।
সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৮৫ রানের। ১৭ রান আগেই থেমে গেল কায়রন পোলার্ডের বাহিনি। একমাত্র নজর কাড়লেন নিকোলাস পুরান। ৪৭ বলে ৬১ রান করেও অবশ্য দলকে জেতাতে পারলেন না। ম্যাচের সেরা হয়েছেন সূর্যকুমার। শেষ ওভারগুলিতে আগ্রাসী ব্যাটিং করে দুই খেলোয়াড় ভেঙেছেন ১৫ বছরের পুরনো রেকর্ড। সূর্যকুমার এবং ভেঙ্কটেশ শেষ চার ওভারে ৮৬ রান যোগ করেন। ডেথ ওভারে এটাই ভারতের সর্বোচ্চ রান।