NZ vs AFG, 1 Innings Highlights: লড়াই একমাত্র জাদ্রানের, আফগানিস্তান তুলল ১২৪/৮, বাঁচবে কি ভারতের স্বপ্ন?
ICC T20 WC 2021, NZ vs AFG: এই একটা ম্যাচের দিকে তাকিয়েছিল ১৩০ কোটি ভারতবাসী। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের ওপরই দাঁড়িয়েছিল ভারতের সেমিফাইনাল ভাগ্য।
আবু ধাবি: এই একটা ম্যাচের দিকে তাকিয়েছিল ১৩০ কোটি ভারতবাসী। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তান (Afghanistan) বনাম নিউজিল্যান্ড (NewZealand) ম্যাচের ওপরই দাঁড়িয়েছিল ভারতের (Indian Cricket Team) সেমিফাইনাল ভাগ্য। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতকে অবশ্য খুব একটা আশ্বস্ত করতে পারল না আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তুলল ১২৪/৮। কিউয়ি বোলিংয়ের বিরুদ্ধে আফগানদের হয়ে লড়াই করলেন একমাত্র নাজিবুল্লাহ জাদ্রান। ৪৮ বলে ৭৩ রান করলেন বাঁহাতি ব্যাটার। ম্যাচ জিততে মাত্র ১২৫ রান তুলতে হবে নিউজিল্যান্ডকে। আর নিউজিল্যান্ডের জয় মানে ভারতের সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া।
নিউজিল্যান্ডকে ১২৪ রানের মধ্যে আটকে রাখার জন্য এখন একমাত্র ভরসা আফগান বোলিং। যার নেতৃত্ব দেবে রশিন খান। পারবেন কি তিনি কিউয়ি ব্যাটিংয়ে ধস নামিয়ে কোটি কোটি ভারতীয়র মুখে হাসি ফোটাতে?
রবিবার টস জিতে প্রথম ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। কিছুটা ছক ভেঙেই। কারণ, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় সব দলই টস জিতে প্রথমে ফিল্ডিং করে নিতে চাইছে। শিশির আতঙ্কের জন্য সব দলই চাইছে প্রথমে ফিল্ডিং করে নিতে যাতে পরের অর্ধে শিশিরে ভেজা বলে বোলিং করতে গিয়ে বোলার, বিশেষ করে স্পিনাররা সমস্যায় না পড়ে।
তবে ছকভাঙা পথে হাঁটলেন নবি। যে সিদ্ধান্ত নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। আবার অনেকে বলছেন, বিকেলের ম্যাচ হওয়ায় শিশিরের প্রভাব ততটা পড়বে না ভেবেই এই সিদ্ধান্ত।
ব্যাট করতে নেমে অবশ্য কখনওই স্বস্বিতে ছিল না আফগানিস্তান। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ব্যাট হাতে একমাত্র লড়াই করেন জাদ্রান। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে তিনি পাল্টা লড়াই শুরু করেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও তিনটি ছক্কা।
কিউয়ি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ১৭ রানে তিন উইকেট নেন তিনি। ২ উইকেট টিম সাউদির।