IND vs NAM, Match Highlights: নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ ভারতের
ICC T20 WC 2021, IND vs NAM: রোহিত শর্মা করেন ৩৭ বলে ৫৬ রান। অপর এক ওপেনার কে এল রাহুল ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ১৯ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।
দুবাই: টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে সহজেই ৯ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে নামিবিয়া ৮ উইকেটে ১৩২ রান করে। ১৫.২ ওভারেই রোহিত শর্মার উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারতীয় দল। রোহিত করেন ৩৭ বলে ৫৬ রান। অপর এক ওপেনার কে এল রাহুল ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ১৯ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।
জয় দিয়েই টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শেষ করলেন বিরাট কোহলি। কোচ রবি শাস্ত্রীরও মেয়াদ শেষ হল আজ। তিনিও জয়ের মাধ্যমেই বিদায় নিলেন।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। বোলাররা তাঁর সিদ্ধান্তের মর্যাদা দিয়ে বিপক্ষ দলকে অল্প রানে আটকে রাখেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করে নামিবিয়া। সর্বোচ্চ ২৬ রান করেন মিডল অর্ডার ডেভিড ওয়াইজি। ২১ রান করেন ওপেনার স্টিফেন বার্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। জোড়া উইকেট নেন জসপ্রীত বুমরাহ।
এদিন পঞ্চম ওভারে ৩৩ রানে প্রথম উইকেট হারায় নামিবিয়া। মাইকেল ভ্যান লিঙ্গেনকে (১৪) ফিরিয়ে দেন বুমরাহ। তাঁর বলে ক্যাচ নেন শামি। পরের ওভারে এক রান যোগ হওয়ার পরেই ফের উইকেট হারায় নামিবিয়া। এবার ফিরে যান তিন নম্বরে নামা ক্রেগ উইলিয়ামস (০)। জাডেজার বলে তাঁকে স্টাম্প করে দেন ঋষভ পন্থ। ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় নামিবিয়া। এবার বার্ডকে এলবিডব্লু করে দেন জাডেজা। ৪৭ রানে চতুর্থ উইকেট হারায় নামিবিয়া। ইয়ান নিকোল লফটি-ইটনকে (৫) ফিরিয়ে দেন অশ্বিন। তাঁর বলে ক্যাচ নেন অশ্বিন। ৭২ রানে পঞ্চম উইকেট হারায় নামিবিয়া। অধিনায়ক জেরহার্ড এরাসমাসকে (১২) ফিরিয়ে দেন অশ্বিন। তাঁর বলে স্টাম্প করেন পন্থ। এরপর ৯৩ রানে ষষ্ঠ এবং ৯৪ রানে সপ্তম উইকেট হারায় নামিবিয়া। প্রথমে জে জে স্মিটকে (৯) ফিরিয়ে দেন জাডেজা। ক্যাচ নেন রোহিত। এরপর প্রথম বলেই জেন গ্রিনকে (০) বোল্ড করে দেন অশ্বিন। দলের ১১৭ রানে ফিরে যান ওয়াইজি। তাঁকে ফেরান বুমরাহ। ক্যাচ নেন রোহিত।
রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। রোহিত ও রাহুলের ওপেনিং জুটিতে যোগ হয় ৮৬ রান। এরপর রোহিত ফিরে গেলেও, রাহুল ও সূর্যকুমার বাকি রান করে দেন।