ENG vs NZ, Match Highlights: ঝোড়ো ৭৩ রান করে গেমচেঞ্জার মিচেল, প্রথমবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
ICC T20 WC 2021, ENG vs NZ: ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দিলেন কিউয়িরা।
আবু ধাবি: ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ৫ উইকেটে ইংল্য়ান্ডকে হারিয়ে দিলেন কিউয়িরা। ব্যাট হাতে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডারিল মিচেল। ৪৮ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচের রং পাল্টে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের রান তাড়া করে ম্যাচ জিতে নিল নিউজিল্য়ান্ড।
ইনিংসের ৫.১ ওভারে ৩৭ রানের মাথায় জনি বেয়ারস্টো যখন ফেরেন, ম্যাচে তখন কিউয়ি বোলারদের দাপট। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে বোর্ডে ১৬৬ রান তুলেছিল ইংল্যান্ড (England Cricket Team)। ৪ উইকেট হারিয়ে।
ব্যাট হাতে ইংরেজদের ভরসা দিয়েছিলেন মঈন আলি (Moeen Ali)। চাপের মুখে ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ৩০ বলে ৪১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত করেন ডাভিড মালান। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে লড়াই করার মতো স্কোর তুলেছিল ইংল্যান্ড। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬৭ রান। কেন উইলিয়ামসনদের সামনে ম্যাচ জিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি ছিল। যা শেষ পর্যন্ত করে দেখালেন ব্ল্যাক ক্যাপসরা।
বুধবার রান পাননি জনি বেয়ারস্টো (১৭ বলে ১৩ রান)। তবে ইংল্য়ান্ড ইনিংসের ভিত তৈরি করে দেন জস বাটলার। ২৪ বলে ২৯ রান করে আউট হন ইংরেজ ওপেনার। ৩০ বলে ৪১ রান মালানের। তবে শো স্টপার ছিলেন মঈন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও জোড়া ছক্কা। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে টিম সাউদি ৪ ওভারে ২৪ রান খরচ করে এক উইকেট নেন। অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জেমস নিশাম একটি করে উইকেট নিয়েছেন। তবে এদিন বল হাতে ব্যর্থ কিউসি পেসার ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ৪০ রান খরচ করেন তিনি। কোনও উইকেট পাননি।
রান তাড়া করতে নেমে শুরুতেই মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দুজনই ক্রিস ওকসের শিকার। তবে পাল্টা লড়াই শুরু করেন ডারিল মিচেল ও ডেভন কনওয়ে (৩৮ বলে ৪৬ রান)। কনওয়ে যখন ফেরেন, ৩৮ বলে ৭২ রান প্রয়োজন ছিল কিউয়িদের। জিমি নিশাম ১১ বলে ২৭ রান করে আশার প্রদীপ নতুন করে জ্বালান। সেই ফুলকির থেকেই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটান মিচেল। শেষ পর্যন্ত ক্রিজে থেকে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জেতান তিনি।