(Source: ECI/ABP News/ABP Majha)
ICC T20I Rankings: টি-২০ র্যাঙ্কিংয়ে ২৭ ধাপ উঠলেন শ্রেয়স আইয়ার
ICC Rankings: সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শ্রেয়স। তিন ম্যাচে তিনি করেন ২০৪ রান। তিনটি ম্যাচেই তিনি অর্ধশতরান করেন। এই সিরিজে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৪।
দুবাই: আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে (ICC T-20 Rankiings) ২৭ ধাপ উঠলেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি এখন ব্যাটসম্যানদের তালিকায় ১৮ নম্বরে। তবে প্রথম ১০ জন ব্যাটসম্যানের মধ্যে নেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পাঁচ ধাপ নেমে এখন ১৫ নম্বরে বিরাট। তিনি অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি।
সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখান শ্রেয়স। তিন ম্যাচে তিনি করেন ২০৪ রান। তিনটি ম্যাচেই তিনি অর্ধশতরান করেন। এই সিরিজে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৪।
ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমারেরও টি-২০ র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিনি বোলারদের তালিকায় তিন ধাপ উঠে ১৭ নম্বরে।
ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৫ রান করেন শ্রীলঙ্কার পথুম নিশাঙ্ক। এই ইনিংসের সুবাদে তিনি ৬ ধাপ উঠে এখন ৯ নম্বরে।
টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছেন সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিম। টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত শতরানের সুবাদে তিনি এখন দ্বাদশ স্থানে উঠে এসেছেন। এটাই সংযুক্ত আরব আমিরশাহির কোনও ব্যাটসম্যানের সেরা র্যাঙ্কিং। ২০১৩ সালে ১৩ নম্বরে উঠে এসেছিলেন শাইমান আনোয়ার। তাঁকে ছাপিয়ে গেলেন ওয়াসিম।
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে প্রথমবার বোলারদের তালিকায় প্রথমবার ৪০ জনের মধ্যে স্থান পেয়েছেন শ্রীলঙ্কার লাহিড়ু কুমারা। টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভাল পারফরম্যান্স দেখানোর সুবাদে ১৭ ধাপ উঠে যুগ্মভাবে ৪২ নম্বরে সংযুক্ত আরব আমিরশাহির জাহুর খান। আয়ারল্যান্ডের জশ লিটলও ২৭ ধাপ উন্নতি করেছেন। তিনি এখন যুগ্মভাবে ৪৯ নম্বরে।
অলরাউন্ডারদের মধ্যে ৬ নম্বরে উঠে এসেছেন সংযুক্ত আরব আমিরশাহির রোহন মুস্তাফা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি পঞ্চম স্থানে ছিলেন। সেটাই এখনও পর্যন্ত তাঁর সেরা র্যাঙ্কিং।
টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা তিন ধাপ উঠে এখন তিন নম্বরে। কিছুটা পিছিয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের কাইল জেমিয়েসন ও টিম সাউদি।