ICC T20I Rankings: ধারাবাহিক পারফরম্যান্স, ডেভিড মালানকে টপকে ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর
ICC T20I Rankings: টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজমের ব্যাটেও ধারাবাহিক রান দেখা গিয়েছে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে ১৯৮ রান করেছেন।
দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় ডেভিড মালানকে টপকে শীর্ষে উঠে এলেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান। দলের অধিনায়ক বাবর আজমের ব্যাটেও ধারাবাহিক রান দেখা গিয়েছে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে ১৯৮ রান করেছেন বাবর। ১২৪.৫২ স্ট্রাইক রেট নিয়ে রান করেছেন তিনি। মোট ১৪ পয়েন্ট উন্নতি করেছেন বাবর। আর তাতেই টেক্কা দিয়ে দিয়েছেন মালানকে তিনি। এই মুহূর্তে শীর্ষে থাকা বাবরের ঝুলিতে রয়েছে ৮২৩ পয়েন্ট। মালানের ঝুলিতে সেখানে রয়েছে ৭৯৮ পয়েন্ট।
এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছিলেন বাবর। রোহিত শর্মা ক্রমতালিকায় ২৩ নম্বরে উঠে এসেছেন। প্রথম দশে ভারতের অন্যান্য ব্যাটারদের মধ্যে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও কে এল রাহুল। অন্যদিকে বোলারদের তালিকায় যশপ্রীত বুমরা ১০ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শতরানকারী ইংল্যান্ডের জশ বাটলার ১৪ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন। শতরানের সঙ্গে সঙ্গে মোট এখনও পর্যন্ত বিশ্বকাপে ২১৪ রান করেছেন বাটলার। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩ নম্বরে উঠে এসেছেন ৭৩৩ পয়েন্ট নিয়ে।
এদিকে আজ আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন তাঁরা। এই ম্যাচ জিতলেও ভারতীয় দলের সেমি-ফাইনালে যাওয়ার আশা খুব একটা উজ্জ্বল নয়। আজ জিততেই হবে ভারতকে। তারপরেও রান-রেট সহ নানা হিসেব থাকবে। আর আজ যদি ভারত হেরে যায়, তাহলে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বড় ব্যবধানে বিরাটদের।
আরও পড়ুন: শীতের কলকাতায় ২২ গজে কোহলি-উইলিয়ামসন দ্বৈরথ, ভারত সফরে কিউয়িরা