ICC T20I Rankings: টি-টোয়েন্টি ক্রমতালিকায় চারে উঠলেন বিরাট, ছয়ে কে এল রাহুল
ICC T20I Rankings: সম্প্রতি আইসিসি নতুন টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রকাশ করেছে। ব্যাটসম্যানদের ক্রমতালিকায় কুইন্টন ডি কক চার ধাপ এগিয়ে তাঁর কেরিয়ারের সেরা ৮ নম্বরে উঠে এসেছেন।
দুবাই: আইসিসি টি-টায়েন্টি ক্রমতালিকায় চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। ছয় নম্বরে নিজের স্থান ধরে রাখলেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার কে এল রাহুল। সম্প্রতি আইসিসি নতুন টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রকাশ করেছে। ব্যাটসম্যানদের ক্রমতালিকায় কুইন্টন ডি কক চার ধাপ এগিয়ে তাঁর কেরিয়ারের সেরা ৮ নম্বরে উঠে এসেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে টি-টোয়েনম্টি সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই টি-টোয়েন্টি ক্রমতালিকায় এগিয়ে এলেন ডি কক। ব্যাটসম্যানদের মধ্যে কেউই আর প্রথম দশে জায়গা পাননি। কলম্বোতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে প্রোটিয়ারা ১০ উইকেটে জয় পেয়েছিল। এই প্রথমবার ডি কক টি-টোয়েন্টি ক্রমতালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন।
বোলারদের তালিকাতেও কোনও ভারতীয় প্রথম একাদশে জায়গা পাননি। তালিকায় এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ সামসি। ভারতীয়দের মধ্যে ভুবনেশ্বর কুমার রয়েছেন ১৩ নম্বরে। চোট আঘাতের জন্য দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফরম্যান্স তাঁকে ক্রমতালিকায় প্রথম কুড়ির মধ্যে থাকতে সাহায্য করেছে।
আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আগামী ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। আর এই ম্যাচে কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে প্রথমসারির যোদ্ধাদের প্রতি সম্মান নিবেদন করতে নীল রঙের জার্সি পরে মাঠে নামবে। আরসিবি-র পক্ষ থেকে ট্যুইটারে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
আরসিবি জানিয়েছে, কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নীল রঙের জার্সি পরে মাঠে নামবে দল। কোভিড ১৯ অতিমারীর বিরুদ্ধে প্রথমসারির যোদ্ধাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধাদের পিপিই কিটের রং নীল। সেইসঙ্গে এই জার্সির পিছনে কোভিড ১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, নিয়মিত ব্যবধানে হাত ধোয়ার মতো বার্তাও থাকছে।