এক্সপ্লোর
Advertisement
ICC Test Batsmen Rankings: আইসিসি-র সেরা ব্যাটসম্যান তালিকায় শীর্ষে উইলিয়ামসন, বিরাটকে তিনে ঠেলে দুইয়ে স্মিথ
বাবা হবেন, স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকবেন বলে প্রথম টেস্টের পরই চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে এসেছেন বিরাট। গতকালই তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। আর সেদিনই সিডনিতে বীরের মতো লড়াই করে ম্যাচ ড্র রেখে হার এড়িয়েছে অজিঙ্কা রাহানের বাহিনী। ক্রিকেট থেকে অনুপস্থিতির ফলেই বিরাট কিছুটা পিছিয়ে পড়লেন সম্ভবত।
নয়াদিল্লি: বাবা হয়েছেন। স্বাভাবিক ভাবেই খুশির জোয়ারে ভাসছেন। কিন্তু একদিকে যখন জীবনের নতুন ইনিংস শুরু হল, তখন আরেকদিকে বিরাট কোহলির কাছে উদ্বেগের খবর হল, আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের সেরা ক্রমতালিকায় তিনি তিন নম্বরে নেমে গেলেন। তাঁকে হটিয়ে দুইয়ে উঠে এলেন স্টিভ স্মিথ। তাঁর অস্ট্রেলিয় প্রতিদ্বন্দ্বী ৯০০ পয়েন্ট নিয়ে রয়েছেন ২ নম্বরে। স্মিথ সিডনি টেস্টে ১৩১ ও ৮১ রান করেছেন। সর্বশেষ তালিকায় কোহলির পয়েন্ট ৮৭০। শীর্ষে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট সংখ্যা ৯১৯।
বাবা হবেন, স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকবেন বলে প্রথম টেস্টের পরই চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়িয়ে দেশে ফিরে এসেছেন বিরাট। গতকালই তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। আর সেদিনই সিডনিতে বীরের মতো লড়াই করে ম্যাচ ড্র রেখে হার এড়িয়েছে অজিঙ্কা রাহানের বাহিনী। ক্রিকেট থেকে অনুপস্থিতির ফলেই বিরাট কিছুটা পিছিয়ে পড়লেন সম্ভবত।
উইলিয়ামসন পাকিস্তানের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মহাকাব্যিক ২৩৮ রানের ইনিংসের জোরে তালিকায় একে নিজের জায়গা পোক্ত করেছেন। নিউজিল্যান্ডের যে কোনও ব্য়াটসম্যানের সেরা রেটিং এটা।
ভারতীয় ক্রিকেটের কাছে আরেকটা ভাল খবর, চেতেশ্বর পূজারা উঠে এসেছেন আটে। সিডনি টেস্টে তিনি করেছেন ৫০, ৭৭। তিনি আছেন অধিনায়ক রাহানের ঠিক পিছনে। রাহানে একধাপ নিচে নেমে রয়েছেন সাতে। ঋষভ পন্থ এই টেস্টে যথাক্রমে ৩৬ ও ৯৭ রানের দৌলতে ১৯ ধাপ উঠে এসে ২৬ নম্বরে রয়েছেন। হনুমা বিহারী ছিলেন ৫২ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন ৮৯-তম স্থানে। লড়াকু ইনিংস খেলে দুজনেই উঠে এসেছেন। শুভমান গিলও ৬৯ নম্বর থেকে উপরে উঠে এসেছেন।
বোলারদের ক্রমতালিকায় অফ স্পিনার অশ্বিন দুটি ধাপ নেমে ৯-এ এসেছেন। তাঁর পরেই দশ নম্বরে আছেন যশপ্রীত বুমরা। সেরা দশ বোলারের তালিকায় আর কোনও ভারতীয় নেই। বোলারদের লিস্টে এক নম্বর জায়গা ধরে রেখেছেন প্যাট কামিন্স। তারপর আছেন যথাক্রমে স্টুয়ার্ট ব্রড ও নিল ওয়াগনার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement