এক্সপ্লোর
Advertisement
মহিলাদের টি-২০ বিশ্বকাপে কাল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত, ছন্দ ধরে রাখাই লক্ষ্য পুনমদের
এই প্রতিযোগিতায় আগামীকালই প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।
সিডনি: প্রথম ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবে করেছে ভারত। এবার আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে হরমনপ্রীত কউরের দল। ফর্ম ধরে রাখাই লক্ষ্য ভারতীয় দলের। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছিল ভারতকে। এবার যাতে সেটা না হয়, সেদিকে নজর দিচ্ছে দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ভাল পারফরম্যান্স দেখান দীপ্তি শর্মা। তিনি ৪৯ রান করে অপরাজিত থাকেন। অন্য কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। বল হাতে কামাল করেন লেগ-স্পিনার পুনম যাদব। তিনি মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন। শিখা পাণ্ডেও অসাধারণ বোলিং করেন। তিনি মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধেও তাঁদের কাছ থেকে এই পারফরম্যান্সের আশায় দল।
এই প্রতিযোগিতায় আগামীকালই প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছেলেদের মতোই মেয়েদের দলও লড়াই করতে তৈরি। অতীতে ভারতকে একাধিকবার হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান অঞ্জু জৈন প্রধান কোচ হওয়ার পর থেকে অনেক উন্নতি করেছে বাংলাদেশের মহিলা দল। ফলে ভারতীয় দলকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশকে মোটেই হাল্কাভাবে নেওয়া চলবে না। বাংলাদেশের পেসার জাহানারা আলম ভাল ফর্মে আছেন। ওয়াকার পিচ থেকে পেসাররা সাহায্য পেতে পারেন। ফলে স্মৃতি মন্ধানা, বেদা কৃষ্ণমূর্তিদের সতর্কভাবে ব্যাটিং করতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement