এক্সপ্লোর
চোট সারিয়ে মাঠে ফিরতে ফিজিও, সতীর্থদের সাহায্য পেয়েছি, ওদের ধন্যবাদ, মন্তব্য পুনম যাদবের
গতকাল হ্যাটট্রিক করার সুযোগ ছিল পুনমের সামনে।
![চোট সারিয়ে মাঠে ফিরতে ফিজিও, সতীর্থদের সাহায্য পেয়েছি, ওদের ধন্যবাদ, মন্তব্য পুনম যাদবের ICC Womens T20 World Cup: Poonam Yadav Praises Physio, Team-mates For Support During Injury চোট সারিয়ে মাঠে ফিরতে ফিজিও, সতীর্থদের সাহায্য পেয়েছি, ওদের ধন্যবাদ, মন্তব্য পুনম যাদবের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/22220405/Poonam-Yadav.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের লেগ-স্পিনার পুনম যাদব। তিনি মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতান। এই পারফরম্যান্সের পর পুনম জানিয়েছেন, ‘আমি চোট পাওয়ার পর ফিট হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন ফিজিও এবং সতীর্থরা। চোট সারিয়ে ফেরা সহজ ছিল না। আমাকে সাহায্য করার জন্য সতীর্থদের ধন্যবাদ। এখানে এর আগেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়েছি। ফলে আত্মবিশ্বাস ছিল। আমি ভাল পারফরম্যান্স বজায় রাখতে চেয়েছিলাম।’
গতকাল হ্যাটট্রিক করার সুযোগ ছিল পুনমের সামনে। তিনি পরপর দু’বলে ফেরান র্যাচেল হেইনস ও এলিসি পেরিকে। পরের বলে জেস জোনাসেনের ক্যাচ ফস্কান উইকেটকিপার তানিয়া ভাটিয়া। ফলে হ্যাটট্রিক পাননি ভারতের এই স্পিনার। তিনি কিছুটা হতাশ।
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর জানিয়েছেন, ‘আমরা জানতাম, পিচ থেকে বোলাররা কিছুটা সাহায্য পাবে। ব্যাটসম্যানরা ১৪০ রান করতে না পারলেও, বোলাররা যে আমাদের ম্যাচ জেতাতে পারবে, সেই ভরসা ছিল। এই পিচে ব্যাটিং করা সহজ ছিল না। পুনম চোট সারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে। আমরা এটাই আশা করছিলাম। অতীতে আমরা দু-তিনজন খেলোয়াড়ের উপর নির্ভর করে থাকতাম। কিন্তু এখন দল হিসেবে খেলছি। আমরা ভাল খেললে বিশ্বকাপ জিততেই পারি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)