এক্সপ্লোর
ওয়ার্নারের পাল্টা মুশফিকুরের শতরান, বাংলাদেশকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৮১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ।

ছবি সৌজন্যে ট্যুইটার
নটিংহ্যাম: ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের অসাধারণ ইনিংসের পাল্টা মুশফিকুর রহিমের অপরাজিত শতরান বৃথা গেল। বাংলাদেশকে ৪৮ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল অস্ট্রেলিয়া। ৬ ম্যাচ খেলে অ্যারন ফিঞ্চের দলের পয়েন্ট ১০। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ৩৮১ রান করে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের পাশাপাশি বড় রান করেন উসমান খোয়াজা (৮৯) ও ফিঞ্চ (৫৩)। বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ৩ উইকেট নেন। জবাবে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ। মুশফিকুর ১০২ রানে অপরাজিত থাকেন। ওপেনার তামিম ইকবাল ৬২, মাহমুদুল্লাহ ৬৯ ও শাকিব আল হাসান ৪১ রান করেন। লড়াই করেও হার মানতে হল বাংলাদেশকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















