World Cup 2023: দিল্লির পিচ নিয়ে ধোঁয়াশা, আফগানিস্তান ম্যাচের আগে কী বললেন বিরাটদের ব্যাটিং কোচ?
সেই পিচেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন যে এখনও পিচ নিয়ে ধোঁয়াশায় ভারতীয় শিবির।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় এসেছে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই মাঠেই এর আগে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে চারশোর ওপর রান বোর্ডে তুলে নিয়েছিল। সেই পিচেই এবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তবে ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন যে এখনও পিচ নিয়ে ধোঁয়াশায় ভারতীয় শিবির। যেই পিচে দক্ষিণ আফ্রিকার ম্যাচ হয়েছিল, সেই পিচেই খেলা আদৌ হবে কি না আজকের ম্যাচ , তা এখনও জানে না ভারতীয় শিবির।
ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ''কোচ, অধিনায়ক উইকেট দেখেছে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও দলীয় আলোচনা হয়নি। আমিও উইকেট দেখিনি এখনও। আগের ম্য়াচে প্রচুর রান উঠেছে এই পিচে। সেই পিচেই খেলা হবে কি না জানি না।''
আগের ম্যাচে ঈশান কিষাণের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ওপেনে নেমে খাতা খোলার আগেই ফিরে গিয়েছিলেন। রাঠাের বলছেন, ''ঈশান কিষাণ ওপেনে নেমে রান পেয়েছে। আমরা জানি যে ও ওপেনেও রান করতে পারে, আবার মিডল অর্ডারেও খেলতে পারে। গিলের অনুপস্থিতিতে তাই ওকে আমরা ওপেনে নামিয়েছিলাম। কিন্তু কোনও বিশেষ আলোচনা হয়নি ঈশানকে ওপেনে নামানো নিয়ে।''
অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাত্র ১ বারই সাক্ষাৎ হয়েছে ভারতের। ২০১৯ সালে রোজ বোলে হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল বিরাট বাহিনী। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ শামি। আগামীকালের ম্যাচেও খাতায় কলমে রোহিতের দলই এগিয়ে। কিন্তু ফর্মে থাকা গিলের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২২ গজ থেকে ছিটকে যাওয়া কিছুটা চাপ বাড়িয়েছে। ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার তারকারা ইতিমধ্যেই নয়াদিল্লি পৌঁছে গেলেও, গিলের শরীর অত্যন্ত দুর্বল হওয়ায় তাঁকে চেন্নাইতেই রেখে দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রবিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গিলের প্লেটলেট কমে ৭০ হাজার হয়ে গিয়েছিল। তবে তাঁর পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়, বিসিসিআই সূত্রে খবর ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবারই তিনি কিছু পরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পান। তবে আফগানিস্তান ম্যাচ তো বটেই, পাকিস্তান ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী কোনও কোনও মহলে গিল আদৌ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।