IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ইভেন্টে কি কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন রোহিত, বিরাট?
Rohit Sharma And Virat Kohli: ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন সিনিয়র দলের হয়ে হিটম্যান। অন্যদিকে বিরাটের সিনিয়র দলের জার্সিতে প্রথমবার আইসিসি ইভেন্টে নামা ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আমদাবাদ: বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক (India vs Pakistan) মহারণ। আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket) আগামীকাল ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ফের মুখোমুখি হতে চলেছে। গত আড়াই মাসে এই নিয়ে তৃতীয়বার আমনে সামনে হচ্ছেন রোহিত শর্মা ও বাবর আজম ও তাঁদের দল। মনে করা হচ্ছে যে আইসিসি ইভেন্টে হয়ত শেষবার নামতে চলেছেন বিশ্বের ২ সেরা সীমিত ওভারের ফর্ম্যাটের ব্য়াটার রোহিত ও বিরাট। একজন ভারত অধিনায়ক ও একজন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০০৭ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন সিনিয়র দলের হয়ে হিটম্যান। অন্যদিকে বিরাটের সিনিয়র দলের জার্সিতে প্রথমবার আইসিসি ইভেন্টে নামা ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
রোহিতের বয়স ৩৬। বিরাট আগামী মাসেই ৩৫ পূর্ণ করবেন। মনে করা হচ্ছে আইসিসি ইভেন্টে হয়ত এটাই শেষবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছেন ২ তারকা ব্যাটার। বিশ্বকাপের মঞ্চে তিনবার পাক দলের বিরুদ্ধে খেলতে নেমে ১৫৪ গড়ে ব্যাটিং করেছেন কোহলি। ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ ম্যাচে ৬২ গড়ে পাক দলের বিরুদ্ধে ব্য়াটিং করেছেন কিং কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৩০৮ রান করেছেন বাবরদের বিরুদ্ধে।
রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে ২০১৯ বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে আয়োজিত ম্যাচে ১৪০ রান করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ম্যাচে ৯১ গড়ে ব্যাটিং করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ১৭ গড়ে ব্যাটিং করেছেন।
এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে সুখবর। ডেঙ্গির আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। গত রবিবার, তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পর তাঁকে সোমবারই ছেড়ে দেওয়া হয়। তিনি এতদিন চেন্নাইয়েই ছিলেন। তবে বুধবার বাকি ভারতীয় দল আমদাবাদ পৌঁছনোর আগেই তরুণ ভারতীয় ওপেনার সেখানে পৌঁছে গিয়েছিলেন।
বৃহস্পতিবার গিল অনুশীলনেও নেমে পড়লেন। গিলের বন্ধু ঈশান কিষান আফগানিস্তান ম্যাচের পর জানিয়েছিলেন তাঁর বন্ধুর ফিটনেস দারুণ এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। কিষাণ বলেছিলেন, 'ও সুস্থ হচ্ছে, চিন্তার কোনও কারণ নেই। দ্রুতই ফিরবে ও। সাম্প্রতিক সময়ে ও নিজের ফিটনেসের উপর প্রচুর কাজ করেছে। ওর ফিটনেসের জন্যই আর পাঁচজন সাধারণ মানুষের থেকে এই অসুখ থেক দ্রুত সুস্থ হচ্ছে ও। দ্রুতই ওকে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে।'