IND vs BAN: সেঞ্চুরি হাঁকিয়েছেন, তবুও বাংলাদেশ ম্যাচ হারের জন্য নিজেকেই দায়ী করছেন গিল
Asia Cup 2023: ৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে শাকিব আল হাসান ব্রিগেড। চলতি এশিয়া কাপে এটাই প্রথম হার ভারতের। আগামীকাল ফাইনালে রোহিতদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
কলম্বো: এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচে টাইগারদের বিরুদ্ধে হারতে হয়েছে রােহিত শর্মার দলকে। ৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে শাকিব আল হাসান ব্রিগেড। শতরানের ইনিংস খেলেও দলের জয় সুনিশ্চিত করতে পারেননি শুভমন গিল। আর ম্যাচে হারের পর এবার নিজেকেই দায়ী করছেন এই তরুণ ওপেনার।
ম্য়াচ শেষে সাংবাদিক বৈঠকে এসে গিল বলেন, ''আমি যখন আউট হলাম আমার মনে হয় কিছু ক্যালকুলেশনে ভুল ছিল আমার। যদি আমি একটু নিয়ন্ত্রিতভাবে খেলতে পারতাম, তবেই হয়ত পরিস্থিতি একটু আলাদা হল। হয়ত ম্যাচও জিততে পারতাম আমরা। আমাকে আমার সাধারণ খেলাটা খেলতে হত, এতটা আগ্রাসনের সঙ্গে না খেলে। তবে এটাই আমার জন্য শিক্ষা নেওয়ার সঠিক সময়। এই ভুল থেকেই শিক্ষা নিতে চাই। খেলার পরিস্থিতিত বুঝে শট নির্বাচন করাটা দরকার ছিল আমার। '' ১৩৩ বলে ১২১ রানের ইনিংসে ৮টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান গিল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা ভারতীয় ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। যদিও শুভমনের দুরন্ত ইনিংস শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে। ৬ রানে ম্যাচ হারে ভারত। প্রসঙ্গত, ১১ বছর আগে শেষবার এশিয়া কাপের মঞ্চে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বিফলে গিয়েছিল সচিন তেন্ডুলকারের শতরান।
বাংলাদেশের ২৬৫ রানের জবাবে শেষপর্যন্ত ২৫৯ রানে থামল ভারতের ইনিংস। প্রসঙ্গত, ১১ বছর আগে শেষবার এশিয়া কাপের (Asia Cup) মঞ্চে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বিফলে গিয়েছিল সচিন তেন্ডুলকারের শতরান।
শুরুতেই রোহিত শর্মা (০) ও ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে অভিষেক করতে নামা তিলক বার্মাকে (৫) সাজঘরে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন তানজিম হাসান শাকিব (২/৩২)। কেএল রাহুল (১৯), ইশান কিষাণ (৫) বা সূর্যকুমার যাদব (২৬), রবীন্দ্র জাদেজা (৭) কোনও ভারতীয় ব্যাটারই সেভাবে রানের খাতা ভরাতে পারেননি। বাংলাদেশের বোলারদের মাপা বোলিংয়ের বিরুদ্ধে কার্যত একা লড়াই করতে থাকেন শুভমন।
১৩৩ বলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেন শুভমান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যা ভারতীয় ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষপর্বে ৩৪ বলে ৩ টি চার ও ২ টি দুরন্ত ছক্কার সুবাদে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। যদিও শেষ ওভারের আগের ওভারে মুস্তাফিজুর রহমান তাঁকে ফেরানোর পর কার্যত ভারতের আশা শেষ হয়ে যায়। ইনিংসের শেষ ওভারে তানজিম শাকিবের দুরন্ত বোলিংয়ের সুবাদে ২৫৯ রানে আটকে যায় ভারতের ইনিংস।