পিসিবি সমর্থন করলে আমিও অনেক রেকর্ড ভাঙতে পারতাম: কানেরিয়া
ফের মুখ খুলে ক্রিকেট বোর্ডকে নিশানা নির্বাসিত কানেরিয়ার
নয়াদিল্লি: ফের একবার দেশের ক্রিকেট বোর্ডকে আক্রমণ করলেন ম্যাচ-ফিক্সিংয়ের দায়ে আজীবন নির্বাসিত হওয়া পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া। তাঁর অভিযোগ, পিসিবি তাঁকে ঠিকমতো সমর্থন করলে তিনিও অনেক রেকর্ড ভাঙতে পারতেন।
ট্যুইটারে কানেরিয়া লেখেন, আমি আমার কেরিয়ারে ব্রায়ান লারার উইকেট পাঁচবার নিয়েছি। ও (লারা) খুব ভাল মাপের ক্রিকেটার। যদি পিসিবি আমাকে সমর্থন করত, তাহলে আমি অনেক বড় রেকর্ড ভেঙে ফেলতাম।
I have taken @BrianLara’s wicket 5 times in my career. He was a good cricketer. If PCB had supported me, I would have broken many big records. @Inzamam08 https://t.co/RJHb3xR1r7
— Danish Kaneria (@DanishKaneria61) April 12, 2020
আসলে সম্প্রতি, একটি ইউটিউব ভিডিওতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল-হক অবশ্য স্মরণ করেছিলেন, কীভাবে একবার দানিশকে মাঠের চারধারে পাঠিয়েছিল লারা।
ওই ঘটনার স্মৃতি রোমন্থন করতে গিয়ে ইনজামাম বলেন, কানেরিয়া একটি গুগলি দিয়েছিল। লারা স্টেপ আউট করে স্ট্রেট ড্রাইভ মারে। কানেরিয়া তা আটকে দেয়। তাতে লারাকে উত্যক্ত করার জন্য লারাকে উদ্দেশ্য করে দানিশ বলেছিল ভালো খেলেছ ব্রায়ান। উত্তরে লারা বলে, ঠিক আছে স্যার। পরের তিনটি বলে চার মারে লারা।
ইনজামাম বলেন, আমি অধিনায়ক ছিলাম। আমিই দানিশকে বলেছিলাম, লারাকে উত্তেজিত করতে। যাতে, ও কোনও ভুল করে আউট হয়ে যায়। ওর জন্য আমি বাউন্ডারিতে ফিল্ডার রেখে ফাঁদ পেতেছিলাম। কিন্তু, লারা তা সত্ত্বেও দানিশকে সেদিন তুলোধনা করে।
এই প্রেক্ষিতেই, দানিশ বলেছেন, পিসিবি যদি তাঁকে সমর্থন করত, তাহলে তিনিও বহু রেকর্ড ভাঙতে পারতেন। কিছুদিন আগে, করোনাভাইরাসে প্রকোপে বিপর্যস্ত পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য একটি ভিডিও করতে যুবরাজ সিংহ ও হরভজন সিংহকে অনুরোধ করেছিলেন কানেরিয়া।