T20 World Cup: ''রোহিত, রাহুলের ব্যাট না চললে বিশ্বকাপেও ভুগবে ভারত'', কে বলছেন?
T20 World Cup 2022: এশিয়া কাপেরই দল রেখেছে নির্বাচক কমিটি। ওপেনিংয়ে রোহিত, রাহুল। তিনে বিরাট ও চারে সূর্যকুমার যাদব। এই ছকেই ব্য়াটিং অর্ডার দেখা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই। এশিয়া কাপে যে দল খেলেছিল, সেই দলে শুধু যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও হর্ষল পটেলের (Harshal Patel) অন্তর্ভূক্তি হয়েছে। বোলিং ডিপার্টমেন্টে মহম্মদ শামিকে (Mohammed Shami) না নেওয়া নিয়ে যদিও প্রশ্ন উঠছে। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট পুরোটাই এশিয়া কাপেরই দল রেখেছে নির্বাচক কমিটি। ওপেনিংয়ে রোহিত, রাহুল। তিনে বিরাট ও চারে সূর্যকুমার যাদব। এই ছকেই ব্য়াটিং অর্ডার দেখা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)।
তবে রোহিত শর্মার ব্যাটিং ফর্ম একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোটা এশিয়া কাপে একেবারেই ব্যাট হাতে বড় রান পাননি হিটম্যান। প্রাক্তন পাক লেগ স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন যদি রোহিত শর্মা ও কে এল রাহুলের ব্যাট না চলে, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এশিয়া কাপের মত ভরাডুবি হতে পারে ভারতের।
কী বলছেন কানেরিয়া?
নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলছেন, ''বিরাট কোহলি যখন রানে ফিরে এসেছেন, তখন কে এল রাহুল ও রোহিত শর্মারও বড় রান করা উচিত। নইলে এশিয়া কাপের মতই ভরাডুবি হবে।''
উমরান মালিককে ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে দেখতে চেয়েছিলেন কানেরিয়া। তিনি বলেন, ''আমার মতে ওঁরা উমরান মালিককে স্ট্যান্ডবাই হিসেবে রাখতে পারত। অস্ট্রেলিয়ার গতিশীল পিচে খেলা হবে। অন্তত প্র্যাকটিসে উমরানের ধারাবাহিক দ্রুত গতির বলের বিরুদ্ধে ব্য়াটাররা নিজের অনুশীলন সেরে নিতে পারত।''
মহম্মদ শামিকে নিয়ে কী বললেন এমএসকে প্রসাদ?
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড দেখার পর প্রসাদের বক্তব্য, ''বিশ্বকাপের স্কোয়াড দেখে আমি খুব একটা অবাক হইনি। তবে আমি শামিকে দেখতে চেয়েছিলাম এটা ঠিক। ওঁর কাছে অতিরিক্ত পেস রয়েছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে যা ভীষণ দরকার। যদি হর্ষল, অর্শদীপ ও ভুবনেশ্বরকে আপনারা দেখেন, তবে তাঁরা কিন্তু কেউই অতিরিক্ত গতি সম্পন্ন বোলার নন। একমাত্র বুমরার কাছে কিছুটা পেস রয়েছে। তবে হ্যাঁ, বাকি তিনজনের বৈচিত্র্য রয়েছে বোলিংয়ে। আমি বুঝতে পারছি যে নির্বাচকরাও বুঝতে পারেনি যে কার জায়গায় শামিকে রাখবে, তা ভেবে। কারণ গত ১ বছরের প্রত্য়েকেই নিজেকে প্রমাণ করেছে আন্তর্জাতিক স্তরে।''
আরও পড়ুন: কীভাবে ব্য়াটের গ্রিপ পরিষ্কার করবেন? শিখিয়ে দিলেন স্বয়ং সচিন