India Football Team: সুনীল ছেত্রীকে বাদ দিয়েই কিংস কাপের দল ঘোষণা করলেন কোচ স্তিমাচ
King's Cup 2023: ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর তাইল্যান্ডে কিংস কাপ আয়োজিত হবে।
নয়াদিল্লি: ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর তাইল্যান্ডে আয়োজিত হবে ৪৯তম কিংস কাপ (King's Cup 2023)। সেই টুর্নামেন্টের জন্য ২৩ জনের ভারতীয় দলের (Indian Football Team) ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। টুর্নামেন্টের জন্য বাছাই করা দলে চমকপ্রদভাবে নেই দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ছেত্রীর দলে না থাকার বিষয়ে কোনওরকম ব্যাখাও দেওয়া হয়নি। তবে তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। অনেকে মনে করছেন সেই কারণেই হয়তো ছেত্রীকে দলে রাখা হয়নি। পরিবারের পাশে থাকার জন্য ছাড় দেওয়া হয়েছে তাঁকে। এই কিংস কাপে ভারত ছাড়াও ইরাক, তাইল্যান্ড এবং লেবাননের মতো শক্তিশালী দলগুলি অংশ নেবে। সবকয়টি দলই টুর্নামেন্টে দুইটি করে ম্যাচ খেলবে।
ফিফার ব়্যাঙ্কিংয়ে ৭০ নম্বরে থাকা শক্তিশালী ইরাক দলের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। ব্লু টাইগার্সরা ৭ সেপ্টেম্বর এই ম্যাচ খেলবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে থেকে শুরু হবে ম্যাচ। ওই দিনই সন্ধ্যা ৭টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লেবানন ও আয়োজক তাইল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। দুই সেমিফাইনালে জয়ী দল ১০ সেপ্টেম্বর খেতাবি লড়াইয়ে মাঠে নামবে। পরাজিত দলগুলিকেও তৃতীয় স্থান দখলের ম্যাচে খেলতে দেখা যাবে।
ভারতীয় দল শেষবার ২০১৯ সালে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। সেইবার কিন্তু হতাশাজনক ফলাফলই করেছিল ব্লু টাইগার্সরা। তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারতীয় ফুটবল দল। এবার সোনা জয়ের উদ্দেশেই মাঠে নামবেন গুরপ্রীত সিং সান্ধুরা। ছেত্রীহীন ভারতীয় দল প্রত্যাশাপূরণ করতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয়।
ভারতীয় দল:-
গোলকিপার- অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, গুরমীত সিং
ডিফেন্ডার- আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বোস,
মিডফিল্ডার- জিকসন সিং, সুরেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাঙতে
ফরোয়ার্ড- মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি
কোচ- ইগর স্তিমাচ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পিছিয়ে পড়েও পেনাল্টি শ্যুট আউটে জয়, ডুরান্ডের ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল