হোয়াটসঅ্যাপে একাধিক মহিলার সঙ্গে চ্যাট-স্ক্যান্ডাল: নিঃশর্ত ক্ষমা চাইলেন ইমাম উল-হক
সম্প্রতি, ইমামের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া কিছু চ্যাট (কথোপকথন)-এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন কয়েকজন মহিলা।
করাচি: একাধিক মহিলার সঙ্গে অনলাইল স্ক্যান্ডালে জড়িয়ে পড়ার খবর ফাঁস হওয়ার পর নিঃশর্ত ক্ষমা চাইলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের ভাইপো তথা বর্তমানে জাতীয় দলের ওপেনার ইমাম-উল-হক। তাঁকে সতর্ক করে ছেড়ে দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। এমনিতেই ইমামের বিরুদ্ধে অভিযোগ, স্বজনপোষণের জন্য দলে জায়গা পেয়েছেন। ফলত, তাঁর পারফরম্যান্স নিয়ে স্বভাবতই বেশি কাটাছেঁড়া হয়ে থাকে। তার ওপর সম্প্রতি, ইমামের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া কিছু চ্যাট (কথোপকথন)-এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন কয়েকজন মহিলা। তাঁরা দাবি করেন, ইমাম তাঁদের বিপথে চালনা করার চেষ্টা করেছেন। এদিন পাক ক্রিকেট বোর্ডের এমডি ওয়াসিম খান এদিন জানান, নিজের কৃতকর্মের জন্য দুঃখিত ও লজ্জিত ইমাম। যা ঘটেছে তার জন্য ও ক্ষমা চেয়েছে। আমরা তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদিও বিষয়টি গোটাটাই তাঁর ব্যক্তিগত ও গোপনীয়, কিন্তু, একজন ক্রিকেটারের থেকে সর্বোচ্চ পর্যায়ের নৈতিকতা ও শৃঙ্খলাপরায়ণতা আশা করি। ওয়াসিম যোগ করেন, কোনও ক্রিকেটারের ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা উচিৎ নয়। কিন্তু, পাকিস্তান ক্রিকেটের অ্যাম্বাসাডর হওয়ার দরুন তাঁদের থেকে অনেক বেশি দায়িত্ব প্রত্যাশা করে সকলে। বলেন, আশা করি ভবিষ্যতে এধরনের ঘটনা আর ঘটবে না।