India A vs Pakistan A: হাঙ্গারগেকরের ৫ উইকেট, সুদর্শনের শতরান, ২২ গজে ফের পাক বধ ভারতের
ACC Emerging Asia Cup: ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরি হাঁকালেন সাই সুদর্শন। অধিনায়ক যশ ধূলের সঙ্গে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন সাই।
কলম্বো: প্রেমদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশের লড়াই ছিল। এমার্জিং এশিয়া কাপের (Emerging Asia Cup 2023) মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আরও একবার ভারতীয় দল। ৮ উইকেট জয় ছিনিয়ে নিল যশ ধূলের দল। বল হাতে একাই ৫ উইকেট তুলে নিলেন । ব্যাট হাতে অপরাজিত সেঞ্চুরি হাঁকালেন সাই সুদর্শন। অধিনায়ক যশ ধূলের সঙ্গে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন সাই।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক। টপ অর্ডারে সেভাবে কেউই রান পাননি পাকিস্তান শিবিরের। ওপেনে নেমে শাহিবজাদা ফারহান ৩৫ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে কাসিম আক্রম ৬৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেন। মুবাসির খান ২৮ রান করেন। ৪৮ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান দল। হাঙ্গারগেকরের বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেননি পাক ব্যাটাররা। মানব সুথার ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন রিয়ান পরাগ ও নিশান্ত সিন্ধু।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন সাই সুদর্শন। ফর্মে থাকা অভিষেক শর্মা এদিন ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ১১০ বলে ১০৪ রানের ইনিংস খেলেন সুদর্শন। ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান সাই। নিকিন জোস ৫৩ রানের ইনিংস খেলেন ৭টি বাউন্ডারির সাহায্যে। অধিনায়ক যশ ২১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
বাংলাদেশকে হারাল ভারতের মেয়েরা
প্রথম ম্যাচে হারতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় মহিলা ক্রিকেট দল । বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ (One Day Series) খেলছে হরমনপ্রীতের দল। দ্বিতীয় ম্যাচে ১০৮ রানে জয় ছিনিয়ে নিল তাঁরা। অর্ধশতরান হাঁকালেন জেমিমা রডরিগেজ ও হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২২৮ রান বোর্ডে তুলে নেয়। জবাবে রান তাড়া করতে নেমে ১২০ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।
এশিয়া কাপে কবে ভারত-পাক?
বিশ্বকাপের আগেই ভারত-পাক মহারণ। এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এই টুর্নামেন্ট। আর সেখানেই রোহিত শর্মা ও বাবর আজমের দল মুখোমুখি হতে চলেছে। আগামী ২ সেপ্টেম্বর ২২ গজে নামতে চলেছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত হবে এই খেলা।