এক্সপ্লোর
Advertisement
শুভমনের ৯০ রান, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চালকের আসনে ভারত এ
বোলারদের দাপটে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্টে ম্যাচের রাশ নিজেদের দখলে রাখল ভারত এ। ম্যাচের দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত মজবুত জায়গায় রয়েছে।
তিরুবনন্তপুরম: বোলারদের দাপটে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম আনঅফিসিয়াল টেস্টে ম্যাচের রাশ নিজেদের দখলে রাখল ভারত এ। ম্যাচের দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত মজবুত জায়গায় রয়েছে।
প্রথম দিন শার্দুল ঠাকুর ও কৃষ্ণাপ্পা গৌতম তিনটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের ইনিংস মাত্র ১৬৪ রানে গুটিয়ে দিয়েছিলেন। এরপর ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত এ দলের রান ছিল ২ উইকেটে ১২৯। দ্বিতীয় দিন ভারত এ দলের প্রথম ইনিংস ৩০৩ রানে শেষ হয়। অধিনায়ক শুভমন গিল সবচেয়ে বেশি ৯০ রান করেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। এছাড়াও জলজ সাক্সেনা অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ডিএল পিড ও লুঙ্গি এনগিডি তিনটি করে উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকা এ। দ্বিতীয় দিনের খেলার শেষে তাদের রান ৫ উইকেটে ১২৫। ভারত এ-র থেকে তারা এখনও ১৪ রানে পিছিয়ে। হাতে রয়েছে মাত্র পাঁচ উইকেট। দিনের শেষে হেনরি ক্লাসেন (৩৫) ও উইয়ান মুল্ডার অপরাজিত রয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement