এক্সপ্লোর
চোট পেয়ে হায়দরাবাদ টেস্ট থেকে ছিটকে গেলেন ইমরুল কায়েশ

হায়দরাবাদ: ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামার আগে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল বাংলাদেশ। একে তো প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলের তিন জন ব্যাটসম্যান শতরান করে বাংলাদেশের বোলারদের অফ ফর্ম প্রকট করে দিয়েছেন, তার উপর এই ম্যাচের দ্বিতীয় দিন চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার ইমরুল কায়েশ। তাঁর বদলে দলে নেওয়া হচ্ছে মোসাদ্দেক হোসেনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, চোটের কারণে গত মাসে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি ইমরুল। সেই একই চোটের কারণে হায়দরাবাদ টেস্টেও খেলতে পারবেন না এই ব্যাটসম্যান। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হায়দরাবাদ টেস্ট। ইমরুল এই টেস্টে খেলতে না পারায় তাঁর বদলে তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে পারেন সৌম্য সরকার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















