IND vs AFG 2nd T20 LIVE Score: জয়সওয়াল, দুবের দুরন্ত অর্ধশতরান, ম্য়াচ জিতে সিরিজও ঝুলিতে পুরল ভারত
India vs Afghanistan 2nd T20 LIVE Score: সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। আজকের ম্য়াচে ভারতীয় একাদশে ফিরতে পারেন বিরাট কোহলি।
LIVE
Background
ইন্দোর: প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে দুরন্ত জয় এসেছে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আগের ম্যাচের রোহিত শর্মা ফিরেছেন জাতীয় দলে। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন বিরাট কোহলিও। শনিবার অনুশীলনেও বেশ স্বমহিমায় দেখা গিয়েছে কিং কোহলিকে।
প্রথম টি-টােয়েন্টি ম্যাচে খেলেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ইন্দোর স্টেডিয়ামে মাঠে নামতে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। আসলে যেদিন ম্যাচ ছিল ভারতের, সেদিনই বিরাটের মেয়ে ভামিকার জন্মদিন ছিল। বোর্ডের তরফে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও জানা গিয়েছে মেয়ের জন্মদিনে পাশে থাকবেন বলেই বিরাট ছুটি চেয়ে নিয়েছিলেন। শনিবার অনুশীলনে বিরাটকে দেখা গেল বেশ কিছুক্ষণ রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলতে।
আগের ম্যাচে রোহিত শর্মা কামব্যাক করেছিলেন টি-টোয়েন্টিতে। কিন্তু রান আউট হয়ে দ্রুত ফিরতে হয় তাঁকে। অন্য়দিকে কুঁচকির চোটের জন্য জয়সওয়াল খেলেননি। রবিবারের ম্যাচে জয়সওয়াল ফেরেন কি না তা দেখার বিষয়ে। সেক্ষেত্রে কার বদলে খেলবেন তা নিয়ে মাথাব্য়থা বাড়বে ম্য়ানেজমেন্টের। এমনিতে বিরাট খেললে একজনকে বসতে হবে বেঞ্চে। আফগানিস্তান শিবির অবশ্য রশিদ খানকে ছাড়াই হয়ত নামবে রবিবারের ম্যাচেও।
IND vs AFG Live: জয় ভারতের
১৫.৪ ওভারেই ম্য়াচ জিতে নিল ভারত। ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজও দখলে রোহিত ব্রিগেডের।
IND vs AFG Live Score: অর্ধশতরান দুবের
কেরিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকালেন শিবম দুবে। টানা ২ ম্যাচেই পঞ্চাশের গণ্ডি পার করলেন বাঁহাতি তারকা।
IND vs AFG Live: আউট যশস্বী
৬৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন জয়সওয়াল। ভারতের জয়ের জন্য আর প্রয়োজন ১৯ রান
IND vs AFG Live Score: অর্ধশতরান জয়সওয়াল
অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল। ২৭ বলে অর্ধশতরান পূরণ করার পথে হাঁকালেন চারটি বাউন্ডারি ও চারটি ছক্কা।
IND vs AFG Live: আউট কোহলি
১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। নবীন উল হকের বলে ইব্রাহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কিং কোহলি।