IND vs AUS, 1st T20 Live: চার উইকেটে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
IND vs AUS, 1st T20, Mohali Cricket Stadium: আজ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
LIVE
Background
মোহালি: আজ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে (IND vs AUS 1st T20) মোহালিতে মুখোমুখি হচ্ছে দুই দল। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই এই সিরিজকে দেখা হচ্ছে। এশিয়া কাপে হতাশাজনক পারফরম্য়ান্সের পর নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হবে ভারতীয় দল (Indian Cricket Team)।
উপরন্তু, দলের দুই তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং হর্ষল পটেলও এই সিরিজে চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করছে। তাই তাঁদের ফর্ম এবং ফিটনেসের দিকেও সকলেরই বিশেষ নজর থাকবে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের (Australia Cricket Team) হয়েও তারকা ব্যাটার টিম ডেভিড এই ম্যাচে অভিষেক ঘটাতে পারেন। তাঁকে ঘিরেও কিন্তু অস্ট্রেলিয়ান শিবিরে উচ্ছ্বাসের অন্ত নেই। যদিও ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো তারকারা এই সিরিজে নেই। তবে তার ফলে ম্যাচের উত্তেজনায় কিন্তু এতটুকুও ভাটা পড়বে না।
পিচের পরিস্থিতি ও পরিবেশ
ম্যাচের সময় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বিগত চার বছরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মাঠে ১১টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই সাতটি ম্যাচে জয় পেয়েছে। তাই টসে জিতলে দুই দলই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। পিচের কিন্তু হালকা ঘাস রয়েছে, যা ফাস্ট বোলারদে মদতই করবে।
সমালোচকদের জবাব রাহুলের
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ভারতীয় দলের নিয়মিত ওপেনার। আইপিএলেও ইনিংস ওপেন করেন। অথচ কে এল রাহুলের (KL Rahul) স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে । অনেকেই মনে করছেন, রাহুলের পরিবর্তে বিরাট কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত টিম ইন্ডিয়ার। রাহুল, তিনি নিজে কী বলছেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার (Ind vs Aus)। তার আগের দিন সাংবাদিকদের প্রশ্নে রাহুল বলেছেন, 'স্ট্রাইক রেট নিয়ে সকলে পরিশ্রম করে। কেউই নিখুঁত নয়। সকলেই কোনও না কোনও দিকে পরিশ্রম করে চলেছে ।'
আরও পড়ুন: কেউ নিখুঁত নয়, টি-২০ যুদ্ধের আগে কাদের উদ্দেশে বললেন রাহুল?
IND vs AUS, T20 Live: চার উইকেটে জয় অস্ট্রেলিয়ার
ম্যাথু ওয়েডের দুরন্ত অপরাজিত ৪৫ রানের সুবাদে চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়ে নিল অ্যারন ফিঞ্চের দল।
IND vs AUS, 1st T20 Live: ১২ বলে জয়ের জন্য আর ১৭ রান চাই অস্ট্রেলিয়ার
১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯২/৫। ১২ বলে জয়ের জন্য আর ১৭ রান চাই অস্ট্রেলিয়ার।
IND vs AUS, 1st T20 Live: জোড়া সাফল্য উমেশের
অস্ট্রেলিয়াকে এক ওভারেই জোড়া ধাক্কা দিলেন উমেশ যাদব। স্টিভ স্মিথকে ৩৫ ও গ্লেন ম্যাক্সওয়েলকে ১ রানে ফেরালেন ভারতীয় তারকা বোলার। উভয় ক্ষেত্রেই রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত বদল করে সাফল্য পায় ভারত। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২৩/৪।
IND vs AUS, T20 Live: ১১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১২/২
ফিল্ডারদের জন্য চাপ বাড়ল ভারতের। ১৯ বলে ৪২ রানের মাথায় ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেললেন অক্ষর পটেল। হতভাগ্য বোলারের নাম হার্দিক। পরের ওভারে অক্ষরের বলে স্টিভ স্মিথের (তখন ১৪ বলে ১৯ রান) ক্যাচ ফেলেন রাহুল। ৩০ বলে ৬১ রান করে ফেরেন গ্রিন। ১১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১২/২।
IND vs AUS, T20 Live: পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬০/১
রান তাড়া করতে নেমে ঝোড়ো শুরু অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে স্কোর ৬০/১।