এক্সপ্লোর
Advertisement
India Vs Australia T20: জয়ের ধারা বজায় রাখতে কোন পথে বিরাটরা, দেখে নিন আজ থেকে শুরু টি২০ সিরিজ শুরুর প্রাক্কালে
টিম ম্যানেজমেন্ট চাইছে প্রথমে ব্যাট করে প্রয়োজনীয় রান দাঁড় করিয়ে দেওয়ার পর বিপক্ষকে চাপের মুখে ফেলতে। কারণ, ওডিআই সিরিজে দেখা গিয়েছে, তিন ম্যাচেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। প্রথম দুটো ম্যাচে যে কাজ করেছিল অজিরা, আর শেষম্যাচে ভারত।
ক্যানবেরা: আইপিএলের ধকল কাটিয়ে ওঠার আগেই অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে হার। এবার আবার চোখের পলকে ফর্ম্যাট বদল। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে তিন ম্যাচের টি২০ সিরিজ।
নিয়মরক্ষার শেষ ওডিআই ম্যাচে বিরাট ব্রিগেড যে মানুকা ওভালে জিতেছিল, সেই মাঠেই আজকের ম্যাচ। অস্ট্রেলিয়ার রাজধানীতে জয়ের ধারা বজায় রেখে টি২০ সিরিজে ভালো সূচনাই চাইছে টিম ইন্ডিয়া।
টিম ম্যানেজমেন্ট চাইছে প্রথমে ব্যাট করে প্রয়োজনীয় রান দাঁড় করিয়ে দেওয়ার পর বিপক্ষকে চাপের মুখে ফেলতে। কারণ, ওডিআই সিরিজে দেখা গিয়েছে, তিন ম্যাচেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। প্রথম দুটো ম্যাচে যে কাজ করেছিল অজিরা, আর শেষম্যাচে ভারত।
ওডিআই সিরিজে দারুণ ছন্দ দেখানো হার্দিক পাণ্ড্যর উপর এই ম্যাচেও ভরসা করা হচ্ছে ভালো পারফরম্যান্সের জন্য। একদিনের আন্তর্জাতিকের সিরিজে তিন ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ২১০ রান করেছেন ‘কুং-ফু’ পাণ্ড্য। তাঁকে ও রবীন্দ্র জাদেজাকে পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিং করতে নামানোর ও একসঙ্গে দুই অলরাউন্ডারকে খেলানোর জোরালো আওয়াজ উঠেছে, তাদের পারফরম্যান্সের জেরেই।
গত ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন জসপ্রীত বুমরাহও। অজি শিবিরে ডেভিড ওয়ার্নার না থাকলেও স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন স্বপ্নের ছন্দে, তাই তাঁদের থামাতে বিরাটের বড় আস্থা বুমরাহ। ক’জন বোলারকে নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামে সেটাও দেখার।
তবে মানুকা ওভালের ব্যাটিং সহায়ক পিচে ম্যাচের ভাগ্য ভারতের দিকে ঝুঁকে থাকবে কি না, সেটা নিশ্চিত করার দায়ভার অনেকটাই থাকবে ভারতীয় ব্যাটসম্যানদের উপর। ভারতের টপ অর্ডার এখনও সেভাবে ছন্দ দেখাতে পারেনি ডনের দেশে, তাই তাদের ব্যাটিং ছন্দ পাওয়া না পাওয়াই হয়তো স্থির করে দেবে টি২০ সিরিজের প্রথম ম্যাচের ভাগ্য।
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ১ টা ৪০ মিনিটে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement