Dravid On Ashwin: অশ্বিনের দক্ষতা জানি, অস্ট্রেলিয়া সিরিজ মোটেও ওর কাছে পরীক্ষা নয়: দ্রাবিড়
R Ashwin: ভারতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছে প্রায় দেড় বছর আগে। ২০২২ সালের জানুয়ারিতে। পার্লে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
মোহালি: ভারতীয় দলের হয়ে ওয়ান ডে ক্রিকেটে তাঁকে শেষবার দেখা গিয়েছে প্রায় দেড় বছর আগে। ২০২২ সালের জানুয়ারিতে। পার্লে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
সেই আর অশ্বিনকে (R Ashwin) ভারতীয় দলে ফেরানো হয়েছে ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ঠিক আগে। অস্ট্রেলিয়ার (Ind vs Aus) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে (Team India) অন্তর্ভুক্ত হয়েছেন অশ্বিন।
তামিলনাড়ুর অফস্পিনারের প্রত্যাবর্তনে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। মোহালিতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। তার আগের দিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেছেন, 'অশ্বিনের মতো অভিজ্ঞ কেউ দলে ফিরলে সব সময় ভাল। অশ্বিন আসা মানে অভিজ্ঞতা যোগ হওয়া। আট নম্বরে ব্যাট হাতে দক্ষতাও রয়েছে। আমরা সব সময় জানি যে চোট-আঘাত সমস্যা হলে বা সুযোগ তৈরি হলে ও আমাদের পরিকল্পনার অঙ্গ। জানি গত কয়েক বছরে খুব বেশি ওয়ান ডে ক্রিকেট খেলেনি। কিন্তু অভিজ্ঞতা দিয়ে সেই সমস্যা ও দূর করে দিতে পারে।'
বিশ্বকাপের দলে অশ্বিনকে রাখা হয়নি। ১৫ সদস্যের দলে যে তিনজন স্পিনারকে রাখা হয়েছে, তিনজনই বাঁহাতি। তাঁদের মধ্যে রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল অর্থোডক্স বাঁহাতি স্পিনার। কুলদীপ যাদব চায়নাম্যান স্পিনার। অর্থাৎ, যাঁর বল ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে পিচে পড়ে বাইরের দিকে বেরনোর পরিবর্তে ভেতরের দিকে ঢুকে আসে। তবে ১৫ জনের দলে তিন বাঁহাতি স্পিনার রাখা নিয়ে কম বিতর্ক হয়নি। সমালোচনার ঝড় উঠেছিল। বলা হয়েছিল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম প্রধান দাবিদার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজ়িল্যান্ডের মতো দলে যেখানে একাধিক বাঁহাতি ব্যাটার রয়েছে, সেখানে কেন একজন অফস্পিনারকে রাখা হল না। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য জানিয়েছিলেন, এখনও অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়নি।
অক্ষর পটেল এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচে চোট পাওয়ায় বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই অশ্বিনকে দলে নেওয়ার সওয়াল করছেন। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অশ্বিনের সুযোগ পাওয়া। অজ়িদের বিরুদ্ধে কি অশ্বিনের পরীক্ষা? ভারতীয় দলের কোচ অন্তত তা মনে করেন না। দ্রাবিড় বলেছেন, 'অশ্বিন এমন একজন প্লেয়ার কেউ চোট পেলেই ডাকা যায়। এটা ভরসার জায়গা। এটা নিজেকে প্রমাণ করার মঞ্চ। তবে এটা ওর পরীক্ষা নয়। আমরা জানি ওর কী দক্ষতা। অনেকদিন ওয়ান ডে খেলেনি। সেই সুযোগটাই করে দিতে চাই। বিশ্বকাপের আগে ২-৩টি ম্যাচ খেলিয়ে দেখে নিতে চাই।'
আরও পড়ুন: বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন