Virat Kohli Record: অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরলেও ফাইনালে রেকর্ডবুকে নাম তুললেন বিরাট
ICC World Cup 2023: সেমিফাইনালে শতরান হাঁকিয়েছিলেন। এদিন অর্ধশতরান হাঁকালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে ৫৪ রানের মাথায় প্যাট কামিন্সের বলে দুর্ভাগ্যজনক ভাবে বোল্ড হয়ে যেতে হয় কোহলিকে।
আমদাবাদ: সেমিফাইনালের পর ফাইনাল। আরও একটা গুরুত্বপূর্ণ ইনিংস বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। শেষ চারের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে শতরান এসেছিল। বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হয়েছে। সেমিফাইনালে শতরান হাঁকিয়েছিলেন। এদিন অর্ধশতরান হাঁকালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে ৫৪ রানের মাথায় প্যাট কামিন্সের বলে দুর্ভাগ্যজনক ভাবে বোল্ড হয়ে যেতে হয় কোহলিকে। তবে এরই মধ্যে নতুন নজির গড়লেন কিং কোহলি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল ও ফাইনালে পঞ্চাশ বা তার বেশি সংখ্য়ক রান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দুটো দলই তাঁদের একাদশে কোনও বদল করেনি এদিন। মত্র ৪ রান করে শুভমন গিল প্যাভিলিয়নে ফিরলে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধতে আসেন বিরাট কোহলি। রোহিত শুরুতে মারমুখি মেজাজে ব্যাটিং করছিলেন। ৪৭ রান করে এদিনও খারাপ শট খেলে ম্যাক্সওয়েলের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। তবে বিরাট শুরু থেকেই ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে শতরান হাঁকিয়ে নিজের ওয়ান ডে কেরিয়ারের ৫০ তম শতরান পূরণ করেছিলেন। পেরিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরকে। এদিন ৫৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করার পথে মাত্র ৪টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন কিং কোহলি।
ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) ফাইনালের আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজ নিয়ে জল্পনার শেষ নেই। সেই সঙ্গে চর্চা চলছিল, টস জিতলে কী করা উচিত। অনেকে বলছিলেন, বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচে টস জিতে ব্যাটিং করে নেওয়া উচিত।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। জানালেন, শিশিরে রাতের দিকে বল করা কঠিন হবে। তাই ভারতকে প্রথমে ব্যাটিং করানোর সিদ্ধান্ত। কামিন্স বলেছেন, 'আমরা প্রথমে বোলিং করব। উইকেট বেশ শুকনো। এই সিদ্ধান্তের পিছনে শিশিরও একটা কারণ। যত ম্যাচ যাবে, উইকেট ব্যাটিংয়ের জন্য আরও ভাল হয়ে যাবে।' যোগ করেন, 'টুর্নামেন্টে আমাদের শুরুটা ভাল হয়নি। তবে তারপর থেকে আর কোনও ভুল করিনি। ভারতের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি।'
রোহিত বলেন, 'আমরা টস জিতলে আগে ব্যাটিংই করে নিতাম। পিচটা দেখে ভালই মনে হচ্ছে। বড় ম্যাচ। প্রথমে ব্যাট করে বোর্ডে বড় রান তুলতে হবে। অসাধারণ অভিজ্ঞতা এই মাঠে খেলার। যখনই এখানে খেলি, প্রচুর মানুষ সমর্থন জানাতে আসেন। আর বিশ্বকাপের ফাইনাল সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচ। আমাদের শান্ত, সংযত থাকতে হবে।' রোহিত আরও বলেন, 'দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো মুহূর্ত। জানি আমাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে। আমাদের ভাল খেলতে হবে। মাঠে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।'