এক্সপ্লোর
Advertisement
India Vs Australia: চোটের জন্য চতুর্থ টেস্টে খেলতে পারবেন না হনুমা, জাডেজা, কারা হতে পারেন পরিবর্ত?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় দল। সিডনিতে তৃতীয় টেস্ট ড্র করেছে ভারত। হার এড়িয়ে ম্যাচ বাঁচানোর এই দুরন্ত লড়াইয়ের অন্যতম নায়ক হনুমা বিহারী। চোট নিয়েও বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। কিন্তু এই চোটের জন্য ব্রিসবেনে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না হনুমা।
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় দল। সিডনিতে তৃতীয় টেস্ট ড্র করেছে ভারত। হার এড়িয়ে ম্যাচ বাঁচানোর এই দুরন্ত লড়াইয়ের অন্যতম নায়ক হনুমা বিহারী। চোট নিয়েও বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। কিন্তু এই চোটের জন্য ব্রিসবেনে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না হনুমা। সূত্রের এমনটাই খবর। জানা গেছে, ম্যাচের পর চোটের স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। এর রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, আগামী ম্যাচে খেলার জন্য ফিট হয়ে উঠতে পারবেন না হনুমা। ১৫ জানুয়ারি শুরু হচ্ছে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। অশ্বিনকে সঙ্গে নিয়ে ১৬১ বল খেলে ২৩ রান করে সিডনি টেস্টে ভারতের হার বাঁচিয়েছেন অন্ধ্রের এই ব্যাটসম্যান।
সূত্রের খবর, স্ক্যান রিপোর্ট আসার পর বোঝা যাবে হনুমার চোটের অবস্থা কী রকম। কিন্তু গ্রেড ওয়ান চোটের কারণে তাঁকে চার সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হতে পারে। এরপর রিহ্যাবে যেতে হবে। কাজেই শুধু ব্রিসবেন টেস্টই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজেও তাঁকে দলের বাইরেই থাকতে হতে পারে।
এমনিতে ঘরোয়া সিরিজে ভারতীয় দল একজন অতিরিক্ত বোলার নিয়ে নামতেই পছন্দ করে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হনুমার প্রথম একাদশে থাকার সম্ভাবনা খুবই কম ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে তখন দরকার হবে, যখন প্রথম এগারোয় অতিরিক্ত একজন ব্যাটসম্যানকে খেলানো হবে।
হনুমার বিকল্প হিসেবে ঋদ্ধিমান সাহাকে উইকেটরক্ষক হিসেবে এবং ঋষভ পন্থকে ব্যাটসম্যান হিসেবে খেলানো হতে পারে বা মিডল অর্ডারে ময়াঙ্ক অগ্রবালকে জায়গা দেওয়া হতে পারে।
সিডনি টেস্টে ৯৭ রানের ইনিংস খেলেছেন পন্থ। মনে করা হচ্ছে, ব্যাটিংয়ের জন্য পন্থ ও হনুমা-দুজনেই পেন কিলার নিয়ে মাঠে নেমেছিলেন। অন্যদিকে, চোট রয়েছে রবীন্দ্র জাডেজার। তাঁর পরিবর্তে খেলানো হতে পারে শার্দুল ঠাকুরকে। আঙুলের চিড়ের কারণে জাডেজা ব্রিসবেন টেস্ট তো বটেই, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement