এক্সপ্লোর
Advertisement
Ind vs Aus: একজন তুললেন ৫ উইকেট, অন্যজন ব্যাট হাতে দায়িত্ব নিলেন দলের, অভিষেকেই নজর কাড়লেন মহম্মদ সিরাজ ও শুভমান গিল
প্রাক্তন অজি ব্যাটসম্যান মাইকেল হাসি আবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শুভমানের।
মেলবোর্ন: ভারতীয় ক্রিকেটপ্রেমীরা গত ৭ বছরে এমন ঘটনা দেখেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম টেস্ট ম্যাচেই ৫ উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। কিছুদিন আগে তাঁর বাবা প্রয়াত হন কিন্তু দলের প্রতি কর্তব্যবোধে সিরাজ বাড়ি ফেরেননি। ক্রিকেটের ময়দানেও বল হাতে তাঁর দৃঢ় প্রতিজ্ঞা ফুটে উঠল পদে পদে।
একইভাবে মন কেড়ে নিলেন পঞ্জাবের ওপেনার শুভমান গিল। কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ প্রথম ইনিংয়ে করেছেন ৪৫, দ্বিতীয় ইনিংসে ৩৫ নট আউট। আজ মেলবোর্নে ভারতের টার্গেট খুব দূরে ছিল না। কিন্তু মাত্র ৭০ রান তাড়া করতে নেমে দ্রুত আউট হন মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারার মত অভিজ্ঞ ব্যাটসম্যান। তখন হাল ধরেন টেস্টে অভিষেক হওয়া এই শুভমান, অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে।
সিরাজ দুই ইনিংসে ৩৬.৩ ওভারে ৭৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংসেই আউট করেছেন ক্যামেরন গ্রিনকে, প্রথম ইনিংসে তাঁর শিকার মার্নাস লাবুসেন ও দ্বিতীয় ইনিংসে আর দুই অজি ব্যাটসম্যান ট্রাভিস হেড এবং নাথান লায়ন। এই টেস্টে সিরাজ দলে আসেন মহম্মদ সামির জায়গায়। তাঁর আগে সামিই শেষ ভারতীয় বোলার, যিনি ২০১৩-র নভেম্বরে কলকাতায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে অভিষেকেই ৫ উইকেট পান। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আবার ২০১১-য় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লিতে তাঁর অভিষেক টেস্টে ৯ উইকেট পেয়েছিলেন।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষ হলে সিরাজ জানান, তিনি ডট বল এবং মেডেন ওভারে বেশি জোর দিয়েছিলেন, আলাদা কিছু চেষ্টা করেনননি। তাঁকে মানসিক জোর জোগানোর জন্য আর এক ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রাক্তন অজি ব্যাটসম্যান মাইকেল হাসি আবার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শুভমানের। তাঁর কথায়, শুভমান অসামান্য খেলোয়াড়, আরও ১০ বছর ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংয়ে মাত্র ৬ রানে অল আউট হয়ে ম্যাচ খোয়ায় ভারত, হাসি বলেছেন, ওই টেস্টে হয়তো টিম ম্যানেজমেন্টের শুভমানকে খেলানো উচিত ছিল। একই সঙ্গে বলেছেন, সামি দলে নেই, এই পরিস্থিতিতে সিরাজ এগিয়ে এসেছেন, অসাধারণ পারফর্ম করেছেন তিনি। দেখে মনে হয়েছে, এটাই প্রথম নয়, বছরের পর বছর তিনি টেস্ট ক্রিকেট খেলছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement