Ind vs Aus Probable XI: আজ কি শামি-সিরাজ় যুগলবন্দি? ঈশান কি ফিরবেন ওপেনিংয়ে? কেমন হবে দল?
India vs Australia: সাম্প্রতিক রেকর্ড বলছে, শেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে এশিয়া কাপের ফাইনাল। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে অস্ট্রেলিয়া।
![Ind vs Aus Probable XI: আজ কি শামি-সিরাজ় যুগলবন্দি? ঈশান কি ফিরবেন ওপেনিংয়ে? কেমন হবে দল? Ind vs Aus Probable XI: India face Australia in 2nd ODI at Indore, know the probable of both the teams Ind vs Aus Probable XI: আজ কি শামি-সিরাজ় যুগলবন্দি? ঈশান কি ফিরবেন ওপেনিংয়ে? কেমন হবে দল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/121b709add0b84fa66bd6941ead094dc169549645482050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইনদওর: ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে ভারত। (India vs Australia) রবিবার ইনদওরে দ্বিতীয় ম্যাচ। যে ম্যাচে জিতলেই সিরিজ মুঠোয় পুরবে ভারত। যে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ট্র্যাভিস হেডের চোট। তাঁর পরিবর্ত হিসাবে হয়তো বিশ্বকাপেও দেখা যাবে মার্নাস লাবুশেনকে। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র দলে এক ঝাঁক অলরাউন্ডারের উপস্থিতি। ক্যামেরন গ্রিন (Cameron Green) থেকে শুরু করে মার্কাস স্টোইনিস, তারকা অলরাউন্ডারের ছড়াছড়ি।
যদিও দ্বিতীয় ম্যাচে মার্কাস স্টোইনিসকে বিশ্রাম দিতে পারে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজে স্টোইনিসকে পরপর ম্যাচ খেলিয়ে ক্লান্ত করে তুলতে চাইবে না অজি শিবির। রবিবার তাঁর পরিবর্তে খেলতে পারেন অ্যারন হার্ডি।
মোহালিতে মহম্মদ শামির 9Shami) পেসের সামনে মুখ থুবড়ে পড়েছিল দলের ব্যাটিং। দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে সকলেই ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও একমাত্র ডেভিড ওয়ার্নার হাফসেঞ্চুরি করেছিলেন। বিশ্বকাপে সব দলেই শামির সমতুল্য পেসার থাকবেন এবং অজি শিবির চাইবে দ্রুত এই প্রশ্নের সমাধান খুঁজে বার করতে। ওপেনার হিসাবে ভারতের পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে চাইবেন মিচেল মার্শ। এই ম্যাচে হয়তো দলে ফিরবেন জশ হ্যাজলউড।
ভারত এই ম্যাচে দেখে নিতে চাইবে বোলিং কম্বিনেশন। আগের ম্যাচে শামির জ্বলে ওঠার দিন ১০ ওভারে ৭৮ রান খরচ করেছিলেন শার্দুল ঠাকুর। আর অশ্বিন কেমন বোলিং করেন, সেদিকেও থাকবে নজর।
সাম্প্রতিক রেকর্ড বলছে, শেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে এশিয়া কাপের ফাইনাল। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে অস্ট্রেলিয়া।
ভারত এই ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে খেলাতে পারে এশিয়া কাপের ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ়কে। একজন শার্দুলের পরিবর্তে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও। যাতে বিশ্বকাপের আগে তাঁকে একবার দেখে নেওয়া যায়।
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়/ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ়/যশপ্রীত বুমরা
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, জশ ইংলিস/অ্যারন হার্ডি, প্যাট কামিন্স (অধিনায়ক), সন অ্যাবট, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড
আরও পড়ুন: লিটন ক্রিজে ফিরিয়েছিলেন, ব্যাটে-বলে বাংলাদেশের ঘাতক সেই সোধিই, সিরিজে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)