Ban vs NZ 2nd ODI: লিটন ক্রিজে ফিরিয়েছিলেন, ব্যাটে-বলে বাংলাদেশের ঘাতক সেই সোধিই, সিরিজে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড
Ish Sodhi: তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল শনিবার। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ৪৯.২ ওভারে ২৫৪ রান তুলে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে ১৬৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ।
মীরপুর: বিশ্বকাপের প্রস্তুতিতে ধাক্কা খেল বাংলাদেশ (Bangladesh vs New Zealand)। ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে বিরাট ব্যবধানে হারল বাংলাদেশ। মীরপুরে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে লিটন দাসদের ৮৬ রানে হারালেন কিউয়িরা।
প্রথম ওয়ান ডে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল শনিবার। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ৪৯.২ ওভারে ২৫৪ রান তুলে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে ১৬৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশ।
নিউজ়িল্যান্ডের জয়ের নায়ক ইশ সোধি। যাঁর আউট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল শনিবার। মাঁকড়ীয় আউট হয়ে গিয়েছিলেন ইশ সোধি (Ish Sodhi)। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ (Hassan Mahmud) তাঁকে রান আউট করে দিয়েছিলেন। কিন্তু সোধিকে ফের ডেকে নেন লিটন দাস। শিরোনামে উঠে এল মীরপুরে বাংলাদেশ বনাম নিউজ়িল্যান্ড ম্যাচের ঘটনা।
ইতিহাসে নাম তুলে ফেললেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন তিনি। যে আউটকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কঠিন মনে করা হয়। ২৬ বলে তখন ১৭ রানে অপরাজিত ছিলেন সোধি। তিনি নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। লিটন ফিরিয়ে নেওয়ার পরের ১৩ বলে জোড়া ছক্কা মেরে ১৮ রান করেন সোধি।
সোধি ছাড়াও রান পান হেনরি নিকোলস (৪৯) ও টম ব্লান্ডল (৬৮)। বাংলাদেশ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট খালিদ আমেদ ও মেহেদি হাসান মিরাজ়ের।
বল হাতেও জ্বলে উঠলেন সোধি। ১০ ওভারে একটি মেডেন-সহ ৩৯ রানে ৬ উইকেট নিলেন। তামিম ইকবাল (৪৪) ও মাহমদুল্লাহ (৪৯) ছাড়া আর কেউই রান পাননি।
We take a 1-0 series lead in Dhaka 🏏
— BLACKCAPS (@BLACKCAPS) September 23, 2023
Ish Sodhi with career-best ODI figures of 6-39 to lead the team to victory. Catch up on all scores at https://t.co/By7YWaq3GU 📲#BANvNZ #CricketNation pic.twitter.com/obOporSpRj
ম্যাচের সেরা হয়ে সোধি বলেন, 'দারুণ দিন গেল। জিতে মাঠ ছাড়লাম। লিটন আমাকে ডেকে নেওয়ায় ভীষণ খুশি হয়েছি। মনে হয়েছিল সন্ধ্যার পরে বল ঘুরবে। তবে বাংলাদেশ এসে ম্যাচ জেতা ভীষণ কঠিন।'
তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজ়িল্যান্ড। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ।
আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন