এক্সপ্লোর
IND vs ENG Live Score: যশস্বী-রাহুলের পর ব্যাট হাতে শাসন জাডেজার, ইংল্যান্ডের চেয়ে ১৭৫ রানে এগিয়ে ভারত
IND vs ENG 2nd Day Live: মোট ১১০ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ৮১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৩৫ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অক্ষর পটেল।
Key Events

ভারত বনাম ইংল্যান্ড (ছবি ইনস্টাগ্রাম)
Background
হায়দরাবাদ: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭। মোট ১১০ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ৮১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৩৫ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অক্ষর পটেল। ইংল্যান্ডের চেয়ে ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত।
17:05 PM (IST) • 26 Jan 2024
IND vs ENG Live: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪২১/৭। মোট ১১০ ওভার ব্যাট করেছে টিম ইন্ডিয়া। ৮১ রান করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৩৫ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অক্ষর পটেল। ইংল্যান্ডের চেয়ে ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত।
16:30 PM (IST) • 26 Jan 2024
India vs England Live: ১০২ ওভারের শেষে ভারতের স্কোর ৩৯০/৭
১০২ ওভারের শেষে ভারতের স্কোর ৩৯০/৭। ৭৩ রান করে ক্রিজে রয়েছেন জাডেজা। ১২ রানে অপরাজিত অক্ষর পটেল। ১৪৪ রানে এগিয়ে ভারত।
Load More
Tags :
Rohit Sharma Ben Stokes 1st Test Live Score IND VS ENG LIVE Live Streamming 1st Test 2nd Day Live 2nd Dayবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update


















