IND vs ENG 1st Test Live: ভারতের পেসারদের দাপট, প্রথম ইনিংসে ১৮৩ রানে অলআউট ইংল্যান্ড
India vs England 1st Test Live Cricket Score Updates:টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সাদা পােশাকের ক্রিকেটে এই প্রথমবার নামতে চলেছে ভারতীয় দল।
LIVE
Background
ট্রেন্ট ব্রিজ: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। আজ থেকে শুরু হল প্রথম টেস্ট। ট্রেন্ট ব্রিজে বিরাট বনাম রুট দ্বৈরথ নিয়ে উত্তাপ বাড়ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর সাদা পােশাকের ক্রিকেটে এই প্রথমবার নামতে চলেছে ভারতীয় দল। সিরিজ শুরুর আগেই চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর বদলে ওপেনিংয়ে কে নামবেন, তা এখনও ঠিক নেই। তবে প্রস্তুতি পর্বে কোনও ত্রুটি রাখেনি ভারতীয় দল।
ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর দু-দিন আগে ধাক্কা ভারতীয় শিবিরে। মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল। গত সোমবার নেটে অনুশীলনের সময় ভারতীয় ওপেনারের হেলমেটে আঘাত হানে মহম্মদ সিরাজের বাউন্সার। বলের আঘাত লাগে হেলমেটের পিছনের দিকে। যার পরই নেটে শুয়ে পড়েন ৩০ বছরের ভারতীয় ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে ছুটে যান ভারতীয় ক্রিকেট দলের মেডিক্যাল টিমের সদস্যরা। তারা ময়ঙ্কের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে পেয়ে আস্তে আস্তে নিজে হেঁটেই নেট ছাড়েন ময়ঙ্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত ময়ঙ্ককে 'মেডিক্যাল অবজারভেশনে' রাখা হয়েছে। পাশাপাশি বোর্ডের বার্তায় জানিয়ে দেওয়া হয় যে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় দলে নেই ময়ঙ্ক অগ্রবাল।
IND vs ENG 2021 Live Score: প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান বিনা উইকেটে ২১
প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের রান বিনা উইকেটে ২১। রোহিত ৯ ও রাহুল ৯ রান করে ক্রিজে রয়েছেন।
IND vs ENG 1st Test Live: ৬ ওভারে শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭
৬ ওভারে শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭।
IND vs ENG 2021 Live Score: ভারতের ইনিংস শুরু
ভারতের ইনিংস শুরু। ক্রিজে রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল।
IND vs ENG 1st Test Live: বুমরা ৪৬ রানে চার, শামির ২৮ রানে তিন উইকেট
ভারতের হয়ে বুমরা ৪৬ রানে চার, শামি ২৮ রানে তিন, সিরাজ ৪৮ রানে ১ ও শার্দুল ৪১ রানে ২ উইকেট পেয়েছেন।
IND vs ENG 2021 Live Score: ২৭ রানে অপরাজিত স্যাম কুরান
২৭ রানে অপরাজিত থাকলেন স্যাম কুরান।