IND vs ENG ODI Live Streaming: বাড়তি নজর কোহলির উপর, কবে, কখন, কোথায় দেখবেন সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ান ডে?
IND vs ENG 3rd ODI Live Streaming: ১০ উইকেটে ভারতীয় দল প্রথম ম্যাচ জিতলেও, দ্বিতীয় ম্যাচে ১০০ রানের বিশাল বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে। তাই সিরিজের ভাগ্য নির্ণয় হবে তৃতীয় ওয়ান ডের মাধ্যমেই।
লন্ডন: ইংল্যান্ডকে (England) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে দুরমুশ করেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে ঠিক তার দিন দু'য়েক পরেই দ্বিতীয় ওয়ান ডেতে ইংরেজদের মাত্র ২৪৬ রানে রুখে দিয়েও ব্যাটিং ভরাডুবির জেরে ১০০ রানে ম্যাচ হারতে হয় টিম ইন্ডিয়াকে। সিরিজের ভাগ্য এখন শেষ ম্যাচের উপর নির্ভরশীল। দুই দলেই একটি করে ম্যাচ একেবারে একপেশে ভঙ্গিমায় জিতেছে। তাই শেষ ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া না জস বাটলারের ইংল্যান্ড, কে ম্যাচ জিতবে, তা আগে থেকে বলা খুবই মুশকিল।
কবে ম্যাচ
রবিবার, ১৭ জুলাই ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড
কোথায় হবে টি-টোয়েন্টি ম্যাচটি?
এই ম্যাচটি হবে ওল্ড ট্রাফোর্ড, ম্যাঞ্চেস্টারে
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্যান্ডের এই ওয়ান ডে ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০টায়
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে সোনি লিভ ও জিও টিভিতে এই ম্যাচ দেখা যাবে
গত ম্যাচে ব্যর্থতার পর এই ম্যাচে বিশেষ নজর থাকবে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের দিকে। বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) দিকে। আজই, তৃতীয় ওয়ান ডের আগের দিন কোহলির এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উত্তাল ক্রিকেটবিশ্ব। নাগাড়ে ব্যর্থতার জেরে সমালোচনার মাঝেই কোহলি এক দেওয়াল লিখনের সামনে দাঁড়িয়ে এক ছবি পোস্ট তোলেন। সেই দেওয়ালে লেখা, 'যদি আমি পড়ে যাই.......তা না হয়ে যদি তুমি উড়তে শেখ।' পোস্টটি ক্য়াপশনে কোহলি লেখেন 'পার্সপেক্টিভ (বাংলা অর্থ পরিপ্রেক্ষি)'।
স্পষ্টতই নিজের সমালোচকদের এক বার্তা পাঠানোর উদ্দেশ্যেই কোহলির এই পোস্ট। এবার পালা মাঠে জবাব দেওয়ার। এই পোস্টের জেরেই আরও বেশি করে সকলেই কোহলির পারফরম্যান্সে নজর রাখবেন। তার ব্যর্থতার পরিণাম কিন্তু খুব একটা সুখকর হবে না, তা বলাই বাহুল্য। তবে ব্যাটিং নিয়ে চাপ থাকলেও, গোটা সফরেই ভারতীয় বোলিং দারুণ পারফর্ম করেছে। যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা ভাল ফর্মেও রয়েছেন। তাই সফরের শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে লড়াইটা কাঁটায়-কাঁটায় হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: নাগাড়ে সমালোচনার মাঝেই ইঙ্গিতবাহী পোস্ট বিরাটের, কপিলদের জবাব দিলেন কোহলি?