Ind vs Eng: ব্রিটিশ ফটোগ্রাফারের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরাট, এরপর কী হল?
IND vs ENG, 5th Test:কিন্তু তার আগে বিরাট কোহলি আরও একবার খবরে। কিন্তু এবার খেলার জন্য নয়। ফটো পোস্ট করে শিরোনামে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
লন্ডন: লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপের প্রধান স্থম্ভ তিনি। ১ জুলাই থেকে শুরু হতে চলা টেস্টে বিরাটের ব্যাট থেকে শতরানের প্রত্যাশা থাকবে। কিন্তু তার আগে বিরাট কোহলি আরও একবার খবরে। কিন্তু এবার খেলার জন্য নয়। ফটো পোস্ট করে শিরোনামে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু কেন?
ব্রিটিশ ফটোগ্রাফারের ছবি পোস্ট
বিরাট লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের শেষে কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন যে, ''ধন্যবাদ লেস্টার। বার্মিংহ্যামের জন্য অপেক্ষা করছি এখন।"
View this post on Instagram
আসলে এই ছবিগুলো এক ব্রিটিশ ফটোগ্রাফার জন মেলেটের। তিনি নিজের বিরাটের পোস্টটি রি-ট্যুইট করে আবার পোস্ট করেছেন, ''ভীষণ কৃতজ্ঞ আমি, বিশ্বের এক নম্বর ব্যাটার তাঁর সোশ্যাল মিডিয়ায় আমার তোলা কিছু ছবি পোস্ট করেছেন। আমি ভীষণভাবে নিজেকে সম্মানিত বোধ করছি। আন্তরিক ধন্যবাদ বিরাট ও বিসিসিআইকে, যাঁরা সবসময় আমাদের সাপোর্ট করেছে।''
Hugely humbled that one of the worlds greatest players chose to use some of my images from the game with @leicsccc on his personal media accounts. A privilege to have been able to capture these shots. Thanks to VK & every one @BCCI for your support https://t.co/MvBlztrECS
— John Mallett 📸 (@John_M100) June 26, 2022
প্রস্তুতি ম্যাচ ড্র হলেও ভারতীয় দলের অনেক তারকাই ভাল পারফর্ম করেছেন। সেই তালিকায় বিরাট ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা, কে এস ভরত, মহম্মদ শামির তম তারকারা। আগামী ১ জুলাই থেকে শুরু বার্মিহ্যাম টেস্ট। তার আগে অবশ্য রোহিত শর্মার করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তা বেড়েছে দলের।