IND vs ENG, Day 4 Highlights: চালকের আসনে ভারত, ম্যাচ জিততে ইংল্যান্ডের চাই ৩৭৮ রান
IND vs ENG: টেস্টের প্রথম ইনিংসে রুখে দাঁড়িয়েছিলেন পন্থ ও জাডেজা। দ্বিতীয় ইনিংসে পন্থের সঙ্গী হিসেবে তাঁর সঙ্গ দিলেন চেতেশ্বর পূজারা। গতকাল ৩ উইকেট হারিয়েছিল ভারত।
এজবাস্টন: প্রথম ইনিংসে ১৩২ রানের লিড নিয়ে কিছুটা এগিয়ে ছিল ভারতই। চতুর্থ দিনে লাঞ্চের পর ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস যখন শেষ হল, তখন ৩৭৭ রানে এগিয়ে বুমরার দল। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য পাহাড়প্রমাণ ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা রাখল টিম ইন্ডিয়া।
দ্বিতীয় ইনিংসে পূজারা-পন্থের অর্ধশতরান
টেস্টের প্রথম ইনিংসে রুখে দাঁড়িয়েছিলেন পন্থ ও জাডেজা। দ্বিতীয় ইনিংসে পন্থের সঙ্গী হিসেবে তাঁর সঙ্গ দিলেন চেতেশ্বর পূজারা। গতকাল ৩ উইকেট হারিয়েছিল ভারত। ক্রিজে ছিলেন পূজারা ও পন্থ। প্রথম ইনিংসে অর্ধশতরান মিস করলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পূরণ করলেন পূজারা। যদিও শতরান মিস করে যান তিনি। এদিন সকালে ব্রডের বলে ক্যাচ আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৬৬ রান। ১৬৬ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি হাঁকান ভারতীয় ক্রিকেট দলের এই অভিজ্ঞ ব্যাটার। তিনি ফিরে যাওয়ার পর শ্রেয়স আইয়ার বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১৯ রান করে ম্যাটি পটসের বলে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। জাডেজাকে নিয়ে ফের দায়িত্ব নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজটি করছিলেন পন্থ। তবে যেই জ্যাক লিচকে প্রথম ইনিংসে গলিস্তরের বোলার হিসেবে নামিয়ে এনেছিলেন, সেই লিচের বলেই ভুল করে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন পন্থ। তবে তাঁর আগে একটি রেকর্ডও গড়েন তিনি। ভারতীয় ব্যাটার হিসেবে এশিয়ার বাইরে এক টেস্টে ২ ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের মালিক এখন পন্থই।
পন্থ ফিরে যাওয়ার পর বেশিক্ষণ আর ক্রিজে টিকতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শেষের দিকে পরপর উইকেট তুলে নেন বেন স্টোকস। জাডেজাকে ফেরান তিনি। এরপর শামি ও বুমরাকেও ফিরিয়ে দেন ইংরেজ অধিনায়ক। ২৪৫ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি, এবার ৬৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন পন্থ