IND vs ENG: দুরন্ত অভিষেকের পরও একাদশে সুযোগ পাননি ধর্মশালায়, মাঠের বাইরে থেকেই মন জিতলেন আকাশ দীপ
Akash Deep: নজর কেড়েছেন প্রথম ম্য়াচেই। ধর্মশালা টেস্টে এবার মাঠের বাইরে থেকেও মন জিতে নিলেন এই তরুণ পেসার। খেলার মাঝেই রাখলেন গ্যালারিতে থাকা এক সমর্থের আবদারও।
ধর্মশালা: রাঁচি টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক হয়েছিল। প্রথম স্পেলেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। দুর্দান্ত শুরু। যদিও বুমরা ও সিরাজ থাকায় ধর্মশালা টেস্টে একাদশে সুযোগ মেলনি। কিন্তু নজর কেড়েছেন প্রথম ম্য়াচেই। ধর্মশালা টেস্টে এবার মাঠের বাইরে থেকেও মন জিতে নিলেন এই তরুণ পেসার। খেলার মাঝেই রাখলেন গ্যালারিতে থাকা এক সমর্থের আবদারও। ঠিক কী হয়েছিল?
ধর্মশালা টেস্টে ভারতীয় দল ব্যাটিং করছিল। প্রথম দিনের খেলার সময় বাউন্ডারি লাইন ধরে জলের বোতল নিয়ে হাঁটছিলেন আকাশ দীপ। সেই সময়ই গ্য়ালারিতে থাকা এক সমর্থক চিৎকার করে বলেন যে একটি জলের বোতল যেন তাঁর দিকে ছুড়ে দেওয়া হয়। আকাশ কথা রাখেন সেই সমর্থকের। বাউন্ডারি লাইন থেকেই ছুড়ে দেন একটি জলের বোতল। সঙ্গে সঙ্গে গোটা গ্যালারি চিৎকার করে ওঠেন আকাশ দীপের নামে।
Akashdeep what a guy! Loved it.#INDvENG #Dharamsala pic.twitter.com/LUKnw4U8Zi
— YaGunnersYa (@piyushnathani1) March 7, 2024
রাঁচি টেস্টে প্রথম স্পেলে সিরাজের সঙ্গে বোলিং করেছিলেন আকাশ। ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটার বেন ডাকেট, জ্যাক ক্রলি ও ওলি পোপকে তিনিই ফিরিয়ে দেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। বিহারের এই ছেলেটি গোটা ম্য়াচে ১৯ ওভার বল করেন। আইপিএলে ফের হয়ত আরসিবি জার্সিতে মাঠে নামতে দেখা যাবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই বোলারকে।
এদিকে ধর্মশালায় সেঞ্চুরি করলেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পাঁচ ব্যাটারই ভারতের পঞ্চাশের গণ্ডি পেরলেন। গতকাল যশস্বী জয়সওয়াল ৫৭ রান করে আউট হন। এদিন রোহিত শর্মা ১০৩ রান করে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। শুভমন গিল ১১০ রানের ইনিংস খেলেন। দেবদত্ত পড়িক্কল ৬৫ রানের ইনিংস খেলেন। সরফরাজ খান ৫৬ রানের ইনিংস খেলেন।
এদিন শতরানের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান পূরণ করেন গিল। উল্লেখ্য, ২০১৯ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গিলের। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম সিরিজে খেলতে নেমেছিলেন গিল। এরপর থেকে এই ফর্ম্য়াটে ৪৪টি ম্য়াচে ২২৭১ রান করেছেন গিল। টেস্টে ২৫ ম্য়াচে ৪৬ ইনিংস খেলে ১৪৯২ রান করেছেন গিল টেস্টে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে গিলের অভিষেক হয় গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে ১৪টি ম্য়াচ খেলে মোট ৩৩৫ রান করেছেন এখনও পর্যন্ত।