Ind vs Eng, 5th Test: আগামী বছরই ভারত-ইংল্যান্ড বাতিল টেস্ট, কবে? জানালো ইসিবি
Ind vs Eng, 5th Test: চলতি বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ড উড়ে গিয়েছিল টিম বিরাটরা। কিন্তু সেখানে কোভিড আতঙ্কের জন্য শেষ টেস্ট খেলা হয়নি।
লন্ডন: আগামী বছরই আয়োজিত হবে বাতিল হয়ে যাওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট। চলতি বছর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ড উড়ে গিয়েছিল টিম বিরাটরা। কিন্তু সেখানে কোভিড আতঙ্কের জন্য শেষ টেস্ট খেলা হয়নি। এবার সেই টেস্টের সূচি ঘোষণা হয়ে গেল। আগামী বছর জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হবে বাতিল হয়ে যাওয়া টেস্টটি।
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচটি গত সেপ্টম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারতীয় দল মাঠে নামতে চায়নি। সেই কারণে ম্যাচ বাতিল করা হয়েছিল। টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর বিতর্ক চরমে ওঠে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল নিয়ে বিস্তর জলঘোলা হয় সেই সময়। পরে বাতিল হওয়া টেস্ট আগামী বছর খেলতে রাজি হয় বিসিসিআই ও ইসিবি।
ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। ভারত বনাম ইংল্যান্ড গত টেস্টে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামেনি ভারতীয় দল। করোনা আতঙ্কেই মাঠে নামতে চাননি বিরাটরা, এমনই জানানো হয়েছিল। যদিও তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তবে আগামী বছর গ্রীষ্মেই ফের ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলিরা। সেখানে একটি মাত্র টেস্ট খেলবে ভারতীয় দল। তবে তা ওল্ড ট্র্যাফোর্ডের বাতিল টেস্ট নাকি নতুন একটি টেস্টের সিরিজ তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা অবস্থায় ম্যাঞ্চেস্টারে পা রেখেছিল ভারতীয় দল। কিন্তু এরইমধ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন রবি শাস্ত্রী। আর তারপর বিরাট শিবিরের সহকারী ফিজিও করোনায় আক্রান্ত হন। এরপরই কোভিড আতঙ্ক বেড়ে যায়। শেষ ম্যাচ আর খেলা হয়নি। কিন্তু ইসিবি এই ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় ক্রিকেট দলের ওপর। যদিও সূত্রের খবর যে আগামী বছরই গ্রীষ্মে একটি টেস্ট ফের খেলবে বিরাট বাহিনী রুটদের বিরুদ্ধে। উল্লেখ্য, ইংল্য়ান্ডের মাটিতে সেই ২ ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারতীয় দল।