IND vs ENG Innings Highlights: স্পিনারদের ঝুলিতে ৮ শিকার, স্টোকসের আগ্রাসী ইনিংসের পরেও ২৪৬ রানে শেষ ইংল্যান্ড
India vs England: ৮৮ বলে ৭০ রান করে বেন স্টোকস দেখিয়ে দিলেন, ভারতের অঙ্ককে চ্যালেঞ্জ জানাতে তৈরি ইংল্যান্ডও। ৬৪.৩ ওভারে প্রায় চার ছুঁই ছুঁই রান রেট রেখে ২৪৬ তুলল ইংল্যান্ড।
হায়দরাবাদ: বাজবল বনাম ঘূর্ণিজালের দ্বৈরথে প্রথম রাউন্ডে অন্তত এগিয়ে রইল ভারতীয় কৌশলই। নিজামের শহরে ইংল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ২৪৬ রানে মুড়িয়ে দিল ভারত (IND vs ENG)। তার মাঝেও অবশ্য ৮৮ বলে ৭০ রান করে বেন স্টোকস দেখিয়ে দিলেন, ভারতের অঙ্ককে চ্যালেঞ্জ জানাতে তৈরি ইংল্যান্ডও। ৬৪.৩ ওভারে প্রায় চার ছুঁই ছুঁই রান রেট রেখে ২৪৬ তুলল ইংল্যান্ড।
নিজামের শহরে ভারতীয় স্পিনারদের দাপট দেখা গেল বৃহস্পতিবার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দুই সেশনের মধ্যেই আট উইকেট তুলে নিয়েছিল ভারত (IND vs ENG)। চা পানের বিরতির পরেই ইংরেজ ইনিংস মুড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের তিন স্পিনার তুলে নিয়েছেন আট উইকেট। দুটি উইকেট পেসার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah)। মাত্র ৪ ওভার বল করার সুযোগ পেয়ে কোনও উইকেট পাননি মহম্মদ সিরাজ়। যিনি ঘরের মাঠে টেস্ট খেলছেন।
তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও বাজবলের মন্ত্র থেকে সরে আসেনি ইংল্যান্ড। মাত্র ৬৪.৩ ওভারে ২৪৬ রান বোর্ডে তোলাই যার সবচেয়ে বড় প্রমাণ। ওভার প্রতি ৩.৮১ রান করে তুলছে ইংল্যান্ড। প্রথম সেশনে ২৮ ওভারে উঠেছিল ১০৮ রান। হারাতে হয়েছিল ৩ উইকেট। পরের সেশনে ৩১ ওভারে ১০৭ রান তুলেছিল ইংল্যান্ড। হারিয়েছে আরও ৫ উইকেট।
ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ডাকাবুকো ব্যাটিং করছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। প্রায় ৮০ স্ট্রাইক রেট রেখে ৮৮ বলে ৭০ রান করেন তিনি। যার মধ্যে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজার এক ওভারে তিনটি বাউন্ডারিও মেরেছেন। এক ওভারে নিয়েছেন ১৪ রান। যার মধ্যে একটি স্যুইচ হিটে মারা বাউন্ডারিও রয়েছে। এক প্রান্ত থেকে যখন উইকেট পড়ছে, তখন আগ্রাসী ইনিংস খেললেন। জাডেজাকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি।
ভারতীয় বোলারদের মধ্যে সেরা অশ্বিন। ৬৮ রানে ৩ উইকেট তাঁর। ৮৮ রানে ৩ উইকেট জাডেজার। ২৮ রানে ২ উইকেট বুমরার। ৩৩ রানে ২ উইকেট অক্ষর পটেলের।
আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে