(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Eng: গাওস্কর, সচিনের সঙ্গে এই তালিকায় থাকতে চাইবেন না বিরাটও
শেষবার ২০১৯ সালে শতরান হাঁকিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর থেকে আর কোনও সেঞ্চুরি আসেনি। লর্ডসে কি সেঞ্চুরি আসবে? ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু এমনই দৃশ্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
লর্ডস: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে এই মুহূর্তে লর্ডসে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে গিয়ে অনুশীলনেও নেমে গিয়েছে বিরাট বাহিনী। প্রথম টেস্টে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ ড্র হয়েছে। তাই দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। কিন্তু একটা চিন্তা রয়েই গিয়েছে। কিং কোহলির অফফর্ম। শেষবার ২০১৯ সালে শতরান হাঁকিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর থেকে আর কোনও সেঞ্চুরি আসেনি। লর্ডসে কি সেঞ্চুরি আসবে? ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু এমনই দৃশ্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত এই মাঠে কোনও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে টেস্ট কেরিয়ারে। তবে শুধু বিরাটই নন। ভারতীয় ক্রিকেটের ২ কিংবদন্তি সুনীল গাওস্কর, সচিনের সঙ্গে এই তালিকায় থাকতে চাইবেন না বিরাটও ও সচিন তেন্ডুলকরের কেরিয়ারেও টেস্টে লর্ডসে কোনও শতরান নেই।
বিশ্ব ক্রিকেটের একের পর এক মাইলস্টোন নিজেদের নামের পাশে করে নিয়েছেন গাওস্কর, সচিনের সঙ্গে এই তালিকায় থাকতে চাইবেন না বিরাটও ও সচিন। কিন্তু টেস্ট কেরিয়ারে লর্ডসে একটাও সেঞ্চুরি হাঁকাতে পারেননি ২ তারকা। বিরাটও আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক মাইলস্টোন গড়েছেন গত ১৩ বছরে। কিন্তু সাদা পােশাকের ক্রিকেটে লর্ডসে একটিও শতরান নেই তাঁর। সানি, সচিনের সঙ্গে এই তালিকায় অন্তত কোনওভাবেই নিজেকে দেখতে চাইবেন না কিং কোহলি।
প্রথম টেস্টে প্রথম ইনিংসে খাতা খোলার আগেই অ্যান্ডারসনের বলে ক্যাচ আউট হয়ে ফিরেছিলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে ইডেনে গোলাপি বলের টেস্টে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটের শতরান হাঁকিয়েছিলেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ব্য়াটে রান পাননি। এই পরিস্থিতিতে সমর্থকরা সবাই লর্ডসে বিরাটের ব্য়াটে রান দেখতে মুখিয়ে রয়েছেন। কাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যারা যারা লর্ডসে শতরান হাঁকিয়েছেন তাঁরা হলেন, বিনু মাঁকড়, দিলীপ বেঙ্গসরকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, রবি শাস্ত্রী ও অজিঙ্ক রাহানে। ২০১৪ সালের ইংল্য়ান্ড সফরের সময় লর্ডসে শতরান হাঁকিয়েছিলেন রাহানে। একমাত্র ভারতীয় হিসেবে দিলীপ বেঙ্গসরকরের ৩টি সেঞ্চুরি রয়েছে এই মাঠে।