Dhruv Jurel Profile: বাবা কার্গিল যুদ্ধে লড়াই করেছেন, ছেলে টেস্ট অভিষেকেই নজর কাড়লেন
IND vs ENG: একটা সময় নেম সিংহ চাইতেন, ছেলে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসুক। সৈনবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করুক। তিনি নিজেও যে কার্গিল যুদ্ধে লড়াই করেছেন।
![Dhruv Jurel Profile: বাবা কার্গিল যুদ্ধে লড়াই করেছেন, ছেলে টেস্ট অভিষেকেই নজর কাড়লেন IND vs ENG Rajkot Test Dhruv Jurel The Kargil war veterans son who became a Test cricketer read his profile Dhruv Jurel Profile: বাবা কার্গিল যুদ্ধে লড়াই করেছেন, ছেলে টেস্ট অভিষেকেই নজর কাড়লেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/7e1d6e46c200b51d39e76ab87d9e7aa1170807671261550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) তৃতীয় টেস্টে তাঁর অভিষেক হয়েছে। কে এস ভরতের (KS Bharat) পরিবর্তে উইকেটকিপার হিসাবে তাঁর ওপর আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। ধ্রুব জুরেল (Dhruv Jurel)। আগ্রার ২৩ বছর বয়সী ক্রিকেটার। অভিষেক টেস্টেই ৪৬ রান করে নজর কেড়েছেন। লড়াই যাঁর রক্তে। বাবা নেম সিংহ কার্গিল যুদ্ধে লড়াই করেছেন যে!
ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার নেম সিংহ। ছেলের আন্তর্জাতিক মঞ্চে অভিষেক দেখে যিনি আপ্লুত। বলেছেন, 'আইপিএলে ধ্রুব খেলেছে। ইন্ডিয়া এ-র হয়ে খেলেছে। এবার ভারতীয় দলে সুযোগ পেল। এটা আমাদের কাছে স্বপ্ন সফল হওয়ার মতো। মানুষ ও ঈশ্বরকে কীভাবে ধন্যবাদ দেব জানি না। আমি ধ্রুবকে ফোনে বলেছি, আগের চেয়েও বেশি করে পা মাটিতে রেখে চলতে হবে।'
একটা সময় নেম সিংহ চাইতেন, ছেলে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসুক। সৈনবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করুক। তিনি নিজেও যে কার্গিল যুদ্ধে লড়াই করেছেন। কিন্তু ছেলের নেশা যে ক্রিকেট। যদিও জুরেল পরিবারের কেউ কোনওদিন ক্রিকেট খেলেননি। প্রত্যেকেই চাকরি করেছেন।
ধ্রুব তখন বেশ ছোট। নেম সিংহ ততদিনে লোকের মুখে মুখে জেনে গিয়েছেন যে, ধ্রুবের ব্যাটের হাত ভাল। তবু ছেলের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারেননি। নেম সিংহ বলেছেন, 'আমাদের পরিবারের কেউ ক্রিকেট খেলেনি। সকলেই বলত, ধ্রুব খুব ভাল খেলে। ওকে ক্রিকেটে ভর্তি করো। তবে বাবা হিসাবে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। ক্রিকেটার না হলে কী হবে? পড়াশোনাতেও খুব ভাল ছিল না ও।'
আগ্রায় স্প্রিংডেল অ্যাকাডেমি চালান পরবেন্দ্র যাদব। তাঁর সঙ্গে দেখা করেন নেম সিংহ। তবে ক্রিকেট ব্যয়বহুল খেলা। নেম সিংহের মনে পড়ে, একটা ব্যাট কেনার জন্য তাঁর স্ত্রীর গয়না বন্ধক রাখতে হয়েছিল। আটশো টাকা জোগাড় করতে পারেননি ব্যাট কেনার জন্য। নেম সিংহ বলেছেন, '৮০০ টাকা ছিল না। পরে ও কিট ব্যাগ চায়। সেটার দাম আরও বেশি। ৬ হাজার টাকা দাম। আমি বলেছিলাম, এত টাকা খরচ হচ্ছে। খেলিস না আর। তাতে ও বাথরুমের দরজা বন্ধ করে বসেছিল। তারপর স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকাটা জোগাড় করতে হয়েছিল। সেসব ভাবলে এখন হাসি পায়। তবে ও পরিশ্রম করতে পিছপা হয় না।'
আরও পড়ুন: অভিষেক দেখে কান্না বাবা ও স্ত্রীর, দৌড়ে গিয়ে হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সরফরাজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)