IND vs IRE: আজ হোয়াইটওয়াশের লক্ষ্যে হার্দিকরা, কখন, কোথায় দেখবেন ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি?
IND vs IRE T20: ১৪ রান খরচ করলেও কোনও উইকেট নিতে পারেননি। আশা করা যায় যে এদিনের ম্য়াচেও প্রথম একাদশে সুযোগ মিলতে পারে উমরানের (Umran Malik)।
ডাবলিন: আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি (T20) ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। আগের ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এবার শেষ ম্য়াচ জিতে হোয়াইটওয়াশের লক্ষ্যে হার্দিক বাহিনী। আগের ম্যাচে জম্মু কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক (Umran Malik) তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। যদিও বৃষ্টিবিঘ্নিত ১২ ওভারের ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন উমরান। ১৪ রান খরচ করলেও কোনও উইকেট নিতে পারেননি। আশা করা যায় যে এদিনের ম্য়াচেও প্রথম একাদশে সুযোগ মিলতে পারে উমরানের।
আজকের ম্যাচ
ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
কোথায় হবে টি-টোয়েন্টি ম্য়াচ?
২ দেশের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি আয়োজিত হবে ডাবলিনের ক্যাসেল অ্যাভেনিউতে
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচটি?
ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দেখা যাবে সোনা স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে সোনা লাইভে দেখা যাবে ম্যাচটি।
উল্লেখ্য, বৃষ্টিবিঘ্নিত প্রথম টি২০-তে আয়ারল্যান্ডকে টেক্কা ভারতের। কমে দাঁড়ানো ১২ ওভারের ম্যাচে ২.৪ ওভার বাকি থাকতেই সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় টি২০ দল। মেঘ-বৃষ্টির খেলার মাঝে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। বলহাতে শুরু থেকেই আবহাওয়ার সুবিধা নিয়ে সুইংয়ের কামাল দেখাতে শুরু করেন ভুবনেশ্বর কুমাররা (Bhuvneshwar Kumar)।
হ্যারি টেকটরের (৬৪*) কেরিয়ার সেরা ইনিংসের মাঝেও যুজবেন্দ্র চাহালদের দাপটে ১২ ওভারে ৪ উইকেটে ১০৮ রানে থামে আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইশান কিষাণ ও দীপক হুডা ঝোড়ো শুরু করেন। কিপার-ব্যাটসম্যান ইশান ফিরলেও ওপেন করতে নেমে দলকে ভরসা দেওয়া অপরজািত ৪৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন হুডা। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে একটি উইকেট নেওয়া যুযবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ম্যাচ সেরার পুরস্কার পান।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্টের জন্য ১৫ সদস্যের ইংল্য়ান্ড দলে অ্যান্ডারসন, স্য়াম বিলিংস